শিবপুর হিংসা কাণ্ডে পুলিশ এক যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করেছে। তাতে হিংসার একটা সূত্র মিলেছ🃏ে।ꦅ সেই যুবক সেদিন কী করছিল তার একটা ভিডিয়ো টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিজেপি যে শাসকদলকে জড়িয়ে দিতে চাইছিল সেটা হল না। কিন্তু রিষড়া কাণ্ডের পর ঘটনাস্থল দেখতে মঙ্গলবার সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি কড়া বার্তা দেন, ‘দুষ্কৃতীরা কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে সলিড অ্যাকশন হবে।’ রাজ্যপালের ভূমিকায় প্রশংসা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
রিষড়া কাণ্ডে জড়িত কে? এই বিষয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান💙 সাংসদ সৌগত রায়। রাজ্যপাল আজ, মঙ্গলবার রিষড়া গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার পর তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘উনি যে রিষড়ায় গিয়েছেন সেটা খুব ভাল। আমরা প্রশংসাই করছি। বিশেষ করে উনি যেভাবে ক🤡ঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সেটাও ইতিবাচক। কিন্তু রাজ্যপাল কি জানেন? গোটা ঘটনার সূত্রপাত হয়েছে দিলীপ ঘোষ ওখানে যাওয়ার পর।’ সুতরাং রিষড়া কাণ্ডে সরাসরি দিলীপ ঘোষ জড়িয়ে বলে বুঝিয়ে দিলেন তিনি।
আর কী বলেছেন তিনি? শিবপুর হিংসা কাণ্ডে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। আর রিষড়া কাণ্ডেও বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষের যুক্ত থাকার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসꩲ সাংসদ। সৌগত রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন রামনবমীর পর তা নিয়ে আর মিছিল নয়। কিন্তু রামনবমীর তিন দিন পরেও দিলীপ ঘোষ রিষড়ায় গিয়ে মিছিল করেছেন। যে রাস্তায় মিছিলের অনুমতি ছিল না সেখানে ঢুকে পড়েছেন🤡। এমনকী অশান্তি যখন ছড়াল, তখন তার মধ🐻্যেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শ্রীরামপুরে চলে এলেন। তাঁকে পুলিশ আটকালে তিনি আবার ধরনায় বসেছেন।’
আর কী জানা যাচ্ছে? এদিন রাজ্যপাল সেখানে গিয়ে কড়া বার্তা দেন, ‘দুষ্কৃতীদের কোনওভাবেই ছাড়া যাবে না। বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে সবরকম পদক্ষেপ করা হবে। জিও অউর জিনে দো।’ আর তার পরই সৌগত রায়ের কথায়, ‘রাজ্যপালকে বুঝতে হবে যে বিজেপি বারবার উস্কানি দিচ্ছে। বাংলার মানুষ বরাবরই শান্তিপ্রিয়। তারা শান্তিতে থাকতে চায়। কিন্তু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন🥃্য বিজেপি ষড়যন্ত্র করে অশান্তি পাকাতে চাইছে।’ পাল্টা রাজ্যপাল রিষড়ায় যাওয়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যপাল যে ওখানে গিয়েছেন তা আমাদের ভাল লাগছে। ওনার থেকে আমরা সময় চেয়েছি। বিকেল ৩টে নাগাদ বিজেপির প্রতিনিধিদল ওখানে যাবে এবং রাজ্যপালকে সব কথা সবিস্তারে জানাবে।’