তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার দাবি তুললেন বিজেপি সাংসদ। সোমবার খড়🌼গপুরে এমনই দাবি করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে বলেন, ২০২১ সালেই পতন হবে তৃণমূল সরকারের।
আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সভা করার কথা তাঁর। সেই সভার প্রস্তুতিতে🍌ই আপাতত খড়গপুরে ঘাঁটি গেড়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গে ১৩০ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। এমনকী বিজেপির সর্বভারতীয় সভাপতিকেও তারা ছাড়ছ♍ে না। আমার মনে হয় তৃণমূল সংগ্রেসকে সন্ত্রไাসবাদী সংগঠন ঘোষণা করে দেওয়া উচিত।’
গত সপ্তাহে ডায়মন্ড হারবারের পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে 🥂JP নড্ডার কনভয়ে 🦩হামলার ঘটনায় তৃণমূলকে নানা ভাবে আক্রমণ করেছেন বিজেপি নেতারা। কিন্তু রাজ্যের শাসকদলকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার দাবি এই প্রথম উঠল বিজেপির তরফে।