তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অশ্বিনী দত্ত রোডে বিবি বাগান এলাকার পার্টি অফিস থেকে দেহ উদ্ধার হয়েছে। আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা খুন নাকি আত্মহত্যা? এই দলীয় কার্যালয়ের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। শুক্রবার সেই কার😼্যালয়েই উদ্ধার হল তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ। আর আজ, শনিবার এই ঘটনা নিয়ে পাড়ার প্রতিটি 🌼মোড়ে জোর চর্চা শুরু হয়েছে।
ঠিক কী ঘটেছে পানিহাটিতে? স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যেবেলা পার্টি অফিসের দরজা খুলে অন্যান্য কর্মীরা ঢুকতে গিয়ে দেখেন তৃণমূল কংগ্রেস কর্মীর ঝুলন্ত দেহ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় খড়দা থানার পুলিশকে। তাঁরা এসে দেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পাঠান। এই ওয়ার্ডেরই সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন 🧔তিনি। নিয়মিত দলীয় কার্যালয় খুলে কাজ শুরু করতেন তিনি। শুক্রবার তিনি দলীয় কার্যালয় খোলেননি। তাই অন্য একজন তৃণমূল কংগ্রেস কর্মী দলীয় কার্যালয় খোলেন। আর খুলে দেখেন এই বীভৎস কাণ্ড। তা🥃ঁর চিৎকারেই লোকজন জড়ো হয়ে যায়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম তাপস দেবনাথ। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না খুন সেটা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক গোলমালের জꩲন্য তিনি আত্মঘাতী হয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তাপস। তবে খুনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট সামন🏅ে এলেই বোঝা যাবে গোটা ঘটনাটি কেমন করে ঘটেছে।
আর কী জানা যাচ্ছে? এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কমল দাস বলেন, ‘খুবই মর্মান্তিক খবর। ছেলেটি আমাদের দলীয় কর্মী। ওকে ফটিক নামে সকলেই চেনে। নিজের কাজ থে🙈কে ফিরে পার্টি অফিসেই থ𓆉াকত। পার্টি অফিসের দেখভাল করত। এভাবে কেন আত্মহত্যা করবে সেটা খুঁজে বের করা দরকার। কেউ ওকে কোনও কারণে খুন করে দিল কি না তাও দেখার বিষয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App ൩বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup