তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতিকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় খুন করা হল। এই খুন করে পালানোর সময় দুꦗ’জন ধরা পড়ে যায় স্থানীয়দের হাতে। তাদের𓃲কে গণধোলাই দেওয়া হয়। তাতে একজন বেঁচে গেলেও একজনের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবার এলাকা। এই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খুনের খবর তাঁর কাছেও পৌঁছেছে।
ঠিক কী ঘটেছে ডায়মন্ড হারবারে? স্থানীয় সূত্রে খবর, এখানের বাগদা মল্লিকপাড়ার বাসিন্দা নুর সালাম বেগ। তিনি পাতড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্র♚েসের প্রাক্তন যুব সভাপতি। আজ, বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের সরিষা হাটে মাছ কিনতে গিয়েছিলেন যুবক নুর। মাছ কিনে ফেরার সময় তাঁর মোটরবাইকের পথ আটকায় চারজন। এদের কাছে ছিল ধারালো অস্ত্র। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর প্রকাশ্য রাস্তায় নুরকে এলোপাথারি কোপায় তারা। রক্তে ভেসে যায় রাস্তা।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর চারজনের মধ্যে দু’জন পালাতে সক্ষম হলেও বাকি দু’জনকে ধরে ফেলে স্𝔍থানীয়রা। তারপরই চলে গণধোলাই। তার জেরে মৃত্যু হয় শরিফুদ্দিন মোল্লা (৩২) নামে যুবকের। সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
কেন নূর সালাম বেগ হত্যা? সূত্রের খবর, নুর সালাম বেগ এবং🍷 শরিফুদ্দিন মোল্লা সম্পর্কে ভায়রা ভাই। কিছুদিন ধরেই পারিবারিক গোলমাল চলছিল। তার জেরেই এই নৃশংস খুন বলে মনে করছেন তদন্তকারীরা। নুর সালামের স্ত্রী রেনুজা বিব🐬ি জানান, তাঁর দেওয়ের শ্যালক শরিফুদ্দিন। রেনুজার বোনের বিয়ে হয়েছিল ওই যুবকের সঙ্গে। বনিবনা হয়নি বলে বিচ্ছেদও হয়ে যায়। এছাড়া জায়গা নিয়ে অশান্তিও ছিল।