লোকসভা নির্বাচনে বিজেপির ভোটারদের পেটানোর জন্য ‘শান্তির ছেলে’দের পোলিং এজেন্ট হিস▨াবে নিয়োগ করেছিল তৃণমূল। বৃহস্পতিবার আদালত থেকে অনুমতি নিয়ে বারুইপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট লুঠ করেছে তৃণমূব। এমনকী পঞ্চায়েত ভোটে বিরোধীদের গণনাকেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন - বিজেপির ভোটারদের পেটাতে শান্তির ছেলেদের পোলিং এজেন্ট করে তৃণমূল: শুভেন্দ🌠ু
আরও পড়ুন - ফের বেনিয়ম! রাজ্যে আ꧋রও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
আরও পড়ুন - সুপারিশ তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিꦺবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এই জেলায় এমন কোনও জায়গা নেই যেখানে ২৪-এর লোকসভা নির্বাচনে ভোট লুঠ হয়নি। বাড়িতে তালা লাগিয়েছে। ইভিএমে স্টিকার লাগিয়েছে। একটা প্রতীক ছাড়া আর কোনও প্রতীক EVMএ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম। সে চিহ্নিত হয়েছে। তাকে বুথে🍷ই মারা হয়েছে। প্রত্যেক বুথে ৮ জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের। শান্তির ছেলেদের। আপনারা তার সাক্ষী।’
বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালিকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘সেদিন কর্মসূচি করলে ২০০ জন আহত হতেন। তার থেকে যা গিয়েছে আমার ও আমার বিধায়কদের ওপর দিয়ে গিয়েছে। গাড়িটা ছিল বলে আমার মাথাটা বেঁচেছে। গাড়িতে ২০টা লাঠির বাড়ি পড়েছে। গাড়ি গ্যারাজে। তার বিল আমি দিয়ে 🎀দেব। আমার কাছে অনেক টাকা আছে। কিন্তু বিলটা গুছিয়ে রেখেছি। বিধানসভা নির্বাচনের পর ওই বিল ৬ শতাংশ সুদসহ পলাশ ঢালির কাছ থেকে আদায় করব।’
বিরোধী দলনেতা বলেন, ‘লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষদের ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। যারা🍸 ভাবছে ভাইপো আর তার দলবল সারা জীবন থাকবে তারা ভুল করছে।’