এরকম খুনের হুমকি পাওয়া পরে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই মহিলা এবং তার পরিবার। ইতিমধ্যেই, থানায় অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। সাইবানির অভিযোগ, ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আব্বাস আগে পুরসভার উপ প্রশাসক ছিলেন। সম্প্রতি বাড়ি নির্মাণ করছেন সাইবানি বিবি। কিন্তু, সেই বাড়ি নির্মাণে ওই তৃণমূল নেতা বাধা দিচ্ছেন। ৫ লক্ষ টাকা ওই পরিবারের কাছে দাবি করেছেন তৃণমূল নেতা। কিন্তু, এত পরিমাণ টাকা দিতে অস্বীকার করে ওই পরিবার। সেই ক্ষোভে মঙ্গলবার রাতে তাদের উপর চড়া হয় এবং বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ। তখনই টাকা না দিলে বগটুইয়ের মতো পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই পরিবার।এই অভিযোগের কথা পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা। তাঁর পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত করলেই তা বুঝতে পারবে। এই ধরনের কথা কোনওভাবেই তিনি বলতে পারেন না। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।