নবদ্বীপের তৃণমূল বিধায়কের মৃত্যুর ভুয়ো খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম জয়দেব সাহা। তাঁর বাড়ি নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুরাপাড়া লেন ব💞াঁশবাগান এলাকায়। তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে বাঁশ বাগান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়।
আরও পড়ুন - হাসপাতাল থেকে জেলে ফিরেছেন 🉐জ্যোতিপ্রিয়💎, ভার্চুয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংযত থ⭕াকতে বলল HC, BJP-র দাবি - ৪ জেল🍨ায় বন্ধ নেট
সূত্রের খবর, গত ১১ নভেম্বর বিকেলে রাস উপলক্ষ্যে মাদক বিরোধী পদযাত্রায় অংশ নেওয়ার পর মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়ে আহত হন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় নিয়♔ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। অপরদিকে এই ঘটনাকে রং চড়িয়ে গত ১৬ নভেম্বর সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় নবদ্বীপের বাসিন্দা জয়দেব সাহা নামক এক ব্যক্তি।
সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর মিথ্যা পোস্টকে ঘি꧙রে বিভ্রান্তি ছড়ায় শহরজুড়ে। বিধায়কের মৃত্যুর গুজবকে প্রতিহত করতে আসরে নামে তৃণমূল কর্মী ও সমর্থকেরা। তারাও সমাজ মাধ্যমকে হাতিয়ার করে বিধায়কের মৃত্যুর কোনও রকম সত্যতা নেই বলে দাবি করে পাল্টা পোস্ট শুরু করে।
আরও পড়ুন - ‘হিন্দুদের উপর অত্যাচার নিয়ে নীরব মমতা!’ পুলিশের রদবদল নিয়ে বি💙স্ফোরক সুকান্ত
অপরদিকে সুবিচার পেতে গত ১৬ নভেম্বর নবদ্বীপ থানায় অভিযুক্ত জয়দেব সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী রাজদীপ চট্টোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত জযꦦ়দেব সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।