একটানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তা। যার জেরে ব্যহত হচ্ছে যান চলাচল। তারই মধ্♑যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ারের মাদারিহাট চৌপথির কাছে জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি হোটেলের ভিতরে ঢুকে পড়ল লরি। সেখানে ২ হোটেল কর্মী মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। নিহত হোটেল কর্মীদের নাম হল রাজকুমার বর্মন ও পূর্ণ আর্য। ৫ জন করꦑ্মী গুরুতরে জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।
মামার সঙ্গেౠ বা🗹ড়ি ফেরা হল না! ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৩ বছরের শিশুর
স্থানীয় 🥃সূত্রে জানা গিয়েছে, আজ সকালে শিলিগুড়িগামী ওই লরিটি যাচ্ছিল ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে। বৃষ্টির জেরে ওই রাস্তার বেশ কিছু অংশ জলের তলায় রয়েছে। সেই সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। হোটেলের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে লরিটি। ঘটনায় প্রথমে স্থানীয়রা উদ্ধারকার্য চালায়। পরে পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। একে একে হোটেলের ভিতর থেকে তারা কর্মীদের উদ্ধার করেন। যার মধ্যে ওই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুজোর সময় থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। একাধিক রাস্তায় জল🀅 জমে সেখানে যান চলাচল ব্যাপক ভাবে ব্যহত হচ্ছে। তবে রাস্তার খারাপ অবস্থার কারণে এই দুর্ঘটনা নাকি লরিটি দ্রুত গতিতে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। লরির চালক এবং খালাসি দুজনেই সুস্থ রয়েছে। লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, আগামী দু-তিন দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।