দুর্গাপুর মহকুমা হাসপাতালের পর এবার সাপের আতঙ্ক কালনা মহকুমা হাসপাতালে। হাসপাতালের নার্সিং হস্টেল এবং ডাক্তারদের রেস্ট রুম থেকে পরপর দু'দিনে উদ্ধার হল দুটি কেউটের⛦ বাচ্চা। যা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে রোগী পরিজন এবং চিকিৎসক, নার্সদের মধ্যে। ঘুম উড়েছে হাসপাতালের কর্মীদের। এর আগেও হাসপাতালে চন্দ্রবোড়া এবং গোখরোর মতো সাপ উদ্ধার হয়েছে। তবে কেউটের বাচ্চা উদ্ধার হওয়ায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার হওয়া সাপ দুটি বাচ্চা হওয়ায় আরও সাপ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ছোবল খাওয়ার পর রাসেল'স ভাইপার গলায় পেঁচিয়ে হাসপাতালে🎃 হাজির বিহারের শ্রমিক
জানা গিয়েছে, প্রথম সাপটি উদ্ধার হয়েছে গত বৃহস্পতিবার নার্সিং হস্টেলের একটি ঘর থেকে। তখনই নার্সদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। আর দ্বিতীয় বাচ্চাটি উদ্ধার হয়েছে পুরনো বিল্ডিংয়ের চিকিৎসকদের রেস্টরুম থেকে। এরফলে স্বাভাবিকভাবেই চিকিৎসক এবং নার্সদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হাসপাতালের কর্মীদের বক্তব্য, অনেক ক্ষেত্রে রাতে তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হয়। ফলে সে ক্ষেꦚত্রে সাপের কামড় খাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
জানা গিয়েছে, হাসপাতালের পাশেই রয়েছে রেললাই♎ন। আর রেললাইন লাগোয়া এলাকায় ঘাস ও প্রচুর ছোটখাট ঝোঁপঝারে ভর্তি রয়েছে। তবে চিকিৎসক এবং সর্প বিশারদদের দাবি, জঙ্গল থাকার ফলে হাসপাতালে সাপের উপদ্রব বেড়েছে। এরপরেই আশেপাশের জঙ্গল পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। এটি দুটি পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে। তাই প্রধানদের পরিষ্কারের বিষয়ে অনুরোধ করা হয়েছে।
দুটি সাপ উদ্ধার করেছেন এলাকারই এক সর্পপ্রেমী। তিনি জানান, কেউটে একসঙ্গে ৫০ থেকে ৬০ টি মতো ডিম পাড়ে। যার মধ্যে ৪০ থেকে ৪৫টি বাচ্চার জন্ম নেয়। তবে হাসপাতালে যদি কেউটে ডিম পাড়ে তাহꦛলে সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা চিন্তার বিষয় থাকছে। আরও সাপ থাকতে পারে��।
হাসপাতাল সূত্রের খবর, এর আগেও সেখানে সাপ উদ্ধার হয়েছে। তবে কেউটের বাচ্চা উদ্ধার হওয়ায় সকলে আতঙ্কের মধ্যে রয়েছেন। রোগীরাও আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে হাসপাতাল সুপার জানান, হাসপাতাল সংলগ্ন ঘাস পরিষ্কারের ব্যবস্থা নেওয🧸়া হয়ে থাকে। ঘাস মারার ওষুধ প্রয়োগ করা হয়। তাছাড়া, পঞ্চায়েত থেকে কর্মীদের ঘাস পরিষ্কার করার জন্য পাঠানো হয়। পাশাপাশি হাসপাতালে নিকাশি নালা নেট দিয়ে ঘিরে দ🔯েওয়ার ব্যবস্থা করার জন্য পূর্ত দফতরকে অনুরোধ করা হয়েছে।