তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে গোটা বাংলা তোলপাড়। এই আবহে বাম সরকারের নিয়োগ দুর্নীতির উদাহরণ সামনে এনে দলকে বাঁচানোর চেষ্টা করছেন মন্ত্রী উদয়ন গুহ। এককালে এই উদয়ন গুহ ছিলেন ফরওয়ার্ড ব্লকে। পরবর্তীতে তৃণমূলে যোগ। এখন তিনি মমতার মন্ত্রিসভার সদস্য। তাঁর প্রয়াত বাবা কমল গুহ রাজ্যের মন্ত্রী ছিলেন বাম জমানায়। এহেন কমলবাবুকে নিয়ে কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন উদয়ন। দাবি করেছিলেন, তাঁর বাবাও দুর্নীতির সঙ্গে যুক্ত। এবার জেলার প্রয়াত এক সিপিএম নেতার ছেলেকেও টেনে আনলেন ময়দানে। দাবি করলেন, বাম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু। (আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া আরও সহজ হꦜল, বড় নিয়ম বদল করল রাজ্য সরকার)
দুর্নীতি নিয়ে বাম বনাম তৃণমূলের লড়াইয়ে বিস্ফোরক দাবি করলেন উদয়ন গুহ। বললেন, 'জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় বাংলায় মেডিক্যাল কলেজে 🔥ডাক্তারি পড়ার জন্য আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল। ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে সুযোগ পাননি। তাঁদের বঞ্চিত ক𓂃রে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলেকে সুযোগ করে দিয়েছিলেন জ্যোতি বসু। সেকেন্ড ডিভিশনে পাস করে আজ তিনি জ্যোতিবাবুর কোটায় ডাক্তার হয়েছেন।'
আরও পড়ুন: রেশন তো𒈔লার নিয়মে 'আমূল পরিবর্তন', ꧑রাজ্য সরকারকে 'বাইপাস' করে কী জানাল কেন্দ্র?
এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতির জন্য সরাসরি দায়ী নিজের বাবা কমল গুহ। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। উদয়নের দাবি, দাবি, যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁর বাবা ♋অনেককে চাকরি করে দিয়েছেন। এরকম ১০০ জনের তালিকা তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন উদয়ন। এই নিয়ে তৃণমূল নেতার দাবি, বাম আমলে ‘কোটার চাকরি’ সিপিএম–ফরওয়ার্ড ব্লক ভাগাভাগি করে নিত। আর এবার সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ꦗজ্যোতি বসুর নাম নিয়ে বিস্ফোরণ ঘটালেন উদয়ন গুহ।