রাজ্যে ফের শ্যুটআউট। শনিবারে টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ চলাকালীন উত্তর দমদমের নিমতা থানা এলাকায় বাড়ি সামনে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। আহত হাফিজুল শেখ কলকাতার রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপা✤তালে চিকিৎসাধীন। ঘটনায় ফাহরুখ আহমেদ নামে তাঁর এক পরিচিতকে গ্রেফতার করেছে পুল𒆙িশ। ঘটনার তদন্ত করেছে নিমতা থানার পুলিশ।
আরও পড়ুন - বেলঘরিয়ায় ব্যবജসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বিহার থেকে গ্রেফতার ৩
পড়তে থাকুন - কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ৩ জনকে গ্রেফতাꦡর করল পুলিশ
উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাহপুর উত্তরপাড়ার বাসিন্দা হাফিজুল শনিবার রাতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখছিলেন। তখন তাঁকে ফোন করে ডাকেন ফাহরুখ আহমেদ। কিন্তু অত রাতে বাড়ি থেকে বেরোতে অস্বীকার করেন হাফিজুল। এর পর রাত ১০টা নাগাদ হাফিজুলের বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করে ফাহরুখ। হাফিজুল বাইরে বেরিয়ে এলে কোনও বিষয়ে ২ জনের মধ্যে ব্যাপক বিবাদ শুরু হয়। ಌএরই মধ্যে গুলির আওয়াজ পান স্থানীয়রা। মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুল। গুলির আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন হাফিজুলের স্ত্রী।
ওদিকে স্থানীয়দের দাবি, হাফিজুল ও ফাহরুখের মধ্যে বিবাদ শুরু হতেই হাফিজুলের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসেন। তখনও গুলি চলেনি। তবে ফাহরুখের হাতে বন্দুক ছিল। সেই অবস্থায় স্বামীকে বাঁচাতে ফাহরুখের ওপর ঝাঁপিয়ে পড়েন হাফিজুলের স্ত্রী। ২ জনের মধ্যে ব্যাপক ধস্তাধস♓্তি শুরু হয়। তার মধ্যেই বন্দুক থেকে ছিটকে যায় গুলি। গুলি লাগে হাফিজুল🐼ের পেটে। গুলি কে চালিয়েছেন সেব্যাপারে নিশ্চিত নন স্থানীয়রা।
আরও পড়ুন - ভোট পরবর্তী হিংসার নꦑামে ভুয়ো মামলা দায়ের, ১০ হাজার টাকা জরিমানা♋ করল হাইকোর্ট
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফাহরুখকে গ্রেফতার করেন আধিকারিকরা। আহত হাফিজুলকে উদ্ধার করে আ🦩রজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গুলি কেন চালানো হল সেব্যাপারে নিশ্চিত নয় কেউ। তবে স🔯্থানীয়রা জানাচ্ছেন, বিবদমান ২ ব্যক্তির একজন তৃণমূলের আদি ও অন্যজন নব্য কর্মী। সেই নিয়ে কোনও বিবাদের জেরে গুলি চলে থাকতে পারে।