আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশিত হবে। সোমবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা মেনে ২০১৬ সালের উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করা হবে। প্যারা-টিচার বা পার্শ্ব-শিক্ষকদের জন্য যে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে, সেটা বাদ দিয়ে উচ্চপ্রাথম🌌িক প্যানেল প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে যে উচ্চমাধ্যমিকের প্যানেল প্রকাশের পরে প্র🍌থম দফার কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করা হবে।
৪ সপ্তাহের মধ্যে মেধাতালিকা, নির্দেশ দেয় হাইকোর্ট
২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, উচ্চপ্রাথমিকে নিয়োগের জন্য ২০১৬ সালে যে পরীক্ষা হয়❀েছিল, চার সপ্তাহের মধ্যে তার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকা প্রকাশের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
কাদের কাদের কাউন্সেলিং হবে?
সেইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয়, ইতিম🐲ধ্যে মেধাতালিকায় যে ১২,৫৮৯ জনের নাম ছিল, তাঁদের সঙ্গে উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়ে যাওয়া ১,৪৩৬ জন প্রার্থীকে সুযোগ দিতে হবে। অর্থাৎ মোট ১৪,০৫২ জন প্রার্থীকে নিয়ে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। যে নির্দেশের পরে চাকরিপ্রার্থীদের মধ্যে আশা তৈরি হয়েছিল যে পুজোর আগেই কাজে যোগ দিতে পারবেন।
সেই রায়ের পরে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, স্কুল সার্ভিস কমিশনের তরফে যে ঠিকভাবে মেধাতালিকা তৈরি করা হয়নি, সেটা হাইকোর্টের রায়েই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই বিষয়টি নিয়ে কমিশন𒆙ের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এখন আর নিয়োগের উপরে কোনও বাধা নেܫই। হাইকোর্টের রায়ের পরে খুশি বলে জানান কমিশনের আইনজীবী।
উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার টাইমলাইন
১) ২০১৬ সালে উচ্চপ্রাথꦍমিক নিয়োগের পরীক্ষা হয়েছিল।
২) ২০১৯ সালে মেধাতালিকা তৈরি হয়েছিল।
৩) ২০২০ সালে সেই প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল🍎।
৪) ২০২৩ সাল: নতুন করে উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। ওই মেধাতালিকা থেকে যে ১,৪৬৩ জন বাদ পড়েছিলেন, তাঁরাꦺ মামলা করেন।
৫) ২০২৪ সাল: ওই ১,৪৫৩ জনকে মিলিয়ে স্কুল সার্ভিস কমিশনকে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দꦆেয় হাইকোর্ট।