দু'বছর আগে খনিতে বিস্ফোরণের জেরে ধস নেমে অন্ডালের হরিশপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গ্রামের পাকা বাড়ি, বিদ্যালয় ধসের কবলে পড়ে। সরকারের কাছে অনেক দাবি দাওয়ার পরেও পুনর্বাসন না মেলায় এবারও ভোটদান থেকে বিরত থাকলেন ওই গ্রামের বাসিন্দারা। এই গ্রামটি রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে। একই দাবিতে একুশে বিধানসভা ভোটও বয়কট করেছিলেন ওই গ্রামের ১২২৫ জন মানুষ। এখনও পর্যন্ত তাদের সমস্যার সমাধান না হওয়ায় গতকাল লোকসভা উপনির্বাচনের ভোটও বয়কট করলেন ওই গ্রামের বাসিন্দারা। এই গ্রামটি পড়ছে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে। তবে এর লোকসভা কেন্দ্র হল আসানসোল। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ধস নামার পরে তার ইসিএলসহ বিভিন্ন দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। বিক্ষোভ, অবরোধ করেছিলেন। তার পরেও কোনও সুরাহা মেলেনি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে ধরনা, অবস্থান বিক্ষোভ করেছিলেন গ্রামবাসীরা। সেই সময় শাসক দল এবং বিরোধীরা তাদের সাহায্যের আশ্বাস দিয়েছিল। কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।এই অভিযোগে গত বিধানসভা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন এই গ্রামের মানুষরা। একটিও ভোট গত বিধানসভা নির্বাচনে এখান থেকে দেওয়া হয়নি বলে তাদের দাবি। গ্রামবাসীদের অভিযোগ, যখন ভোট আসে তখন শাসক দল, বিরোধী সবাই তাদের কাছে আসে। অনেকেই প্রতিশ্রুতি দেয়। কিন্তু, কেউ কথা রাখে না। তাই ভোট দান থেকে বিরত থেকেছেন গ্রামের বাসিন্দারা।