প্রবল ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মিলথা সরেন নামে ৫৫ বছরের এক গৃহবধুর।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে। আনুমানিক রাত সাড়ে ৯টা নাগাদ প্রবল ঝড় শুরু হয় ওই জেলায়। ঝড়ের দাপটে কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকার বাড়ির ছাদ উড়ে যায়। কুমারগঞ্জ ব্লকে প্রায় ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছ। এমনকি, ঝড়ের দাপটে কোনও বাড়ির ছাদ উড়ে গিয়েছে, আবার কোনও বাড়ি একেবারে ভেঙ্গে গুড়িয়ে যায়। অধিকাংশ বাড়ি মাটির দেওয়াল হওয়ায়, ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় মিলথা সরেন নামে ৫৫ বছরের ওই গৃহবধুর।পাশাপাশি প্রচুর সংখ্যক মানুষ স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার রাতেই ঘটনাস্থলে পৌঁছন কুমারগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী মানস সরকার। এলাকা পরিদর্শন করার পাশাপাশি, রাস্তায় ঝড়ের দাপটে পড়ে থাকা গাছ কেটে জনজীবন স্বাভাবিক করা হয়। পাশাপাশি তিনি হাসপাতালে ভর্তি থাকা মানুষের সঙ্গে দেখা করেন।ঘটনার পরেই কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।