দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিজে চোখে দেখেছেন তিনি। পৌঁছে দিয়েছেন ত্রাণ। এই পরিস্থিতির জন্য যে ডিভিসি দায়ী তাও শনাক্ত করেছেন তিনি। দুর্গত মানুষদের আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া থেকে খাবার পৌঁছে দেওয়ার তদারক⛎িও তিনি করেছেন। নাগাড়ে বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের বহু জেলা এখন বানভাসী। সেখানের পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে এবার ছুটছেন তিনি উত্তরবঙ্গে। কারণ সেখানের অবস্থাও খারাপ হয়ে পড়েছে। ꦡহ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ে–সহ নানা জায়গায় নেমেছে ধস। সমতলের নদীতে জলস্তর বেড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদ♉িকে নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে পড়ছে। ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়ক এখনও চালু হয়নি। বাংলা–সিকিমের মধ্যেও যোগাযোগ বিচ্ছিন্ন। সূত্রের খবর, এই আবহে রবিবার পাহাড় সফরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে পারেন। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবেন। আর সোমবার প্রশাসনিক বৈঠক করবেন। লোকসভা নির্বাচনের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রবিবার বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং, কালিম্পং এবং সমতলে প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমেছে। ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব সরেজমিনে খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দুর্গাপুজোয় কি ১৪৪ ধারা জারি থাকবে? পুজোগুলির কী হবে? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
অন্যদিকে উত্তরকন্যার মূল প্রশাসনিক ভবনে রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর সোমবার, ৩০ সেপ্টেম্বর সকালে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক সেরে বিকেলে আবার কলকাতায় ফেরার কথা। মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য🍷 সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের মধ্যে এখন চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। এখনও চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করা না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন ধরে নিয়েই প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। এখন উত্তরবঙ্গের অবস্থা সঙ্গীন। নাগাড়ে বৃষ্টি হওয়ায় গত ২৪ ঘণ্টায় পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। এমনকী তিস্তাবাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তা এখন বন্ধ রাখা হয়েছে। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসন থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।