হিমঘরগুলিতে কতদিন পর্যন্ত আলু রাখা যাবে সে বিষয়ে নোটিশ জারি করল রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, এ বছর ৩০ নভেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে আলু রাখা যাবে। সাধারণত গত কয়েক বছর ধরেই ৩০ নভেম্বরের পরেও অতিরিক্ত এক মাস আলু রাখার জন্য সময় দেওয়া 💫হয়েছে। তবে এবার সেরকম আর হবে না বলে সরকারের তরফে সিদ্ধান্ত হয়েছে। বলা হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে থাকা সব আলু হিমঘর থেকে বের করে নিতে হবে।
আরও পড়ুন: ২৮ টাকার আলু ৩৫ টাকা কেন? কলকাতার বাজারে টাস্ক ফোর্স, বাংল✨া জুড়ে নয়া প্র🐭স্তাব
ইতিমধ্যেই হিমঘর মালওিকদের এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশ পাওয়ার পরেই হিমঘরগুলির তরফে ব্যবসায়ীদের নোটিশ দিয়ে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে। যার পরিমাণ হল প্রায় ১০ লক্ষ টন। কিন্তু, এত পরিমাণ আলু মজুত থাকা সত্ত্বেও খোলা বাজারে আলুর দাম খুব একটা কমছে না। এখনও খুচরো বাজারে জ্যোতি আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও পাইকারি দাম ২৭ থেকে ২৮ টাকার মধ্যে থাকছে। অভিযোগ উঠেছে, হিমঘর থেকে কম পরিমাণ আলু বের করে ব্যবসায়ীরা আলুর দাম বেশি রাখার চেষ্টা করছেন। সেই কারণেই সরকারের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ব্যবসায়ীদের বক্তব্য, চাহিদা কম থাকার কারণেই বেশি পরিমাণে মজুত রয়েছে আলু। তবে প্রচুর পরিমাণে আলু মজুত থাকা সত্ত্বেও দাম যে কমছে না সেটা অস্বীকার করার উপায় নেই।
তবে সরকারের তরফ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হিমঘরগুলিতে আলু রাখার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তারপরেও সেগুলিতে বেশ কিছু আলু মজুত থাকবে বলে মনে করছে হিমঘর মালিকদের সংগঠনগুলি। তবে সেরকম যাতে না হয় তার জন্য ইতিমধ্যেই ব্যবসায়ীদের সতর্ক করেছেন হিমঘর মালিকরা। একটি সংগঠনের বক্তব্য, সরকারের কাছ থেকে নোটিশ পাওয়ার পরেই ব্যবসায়ীদের হিমঘর থেকে আলু বের করার জন্য নোটিশ দেওয়া 🌌হয়েছে । তবে ৩০ ন🍒ভেম্বরের পরেও যত আলু ভিতরে থেকে যাবে তার কী হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
যদিও সময়সীমা বাড়ানোর জন্য সরকারের কাছে এখনও পর্যন্ত কোনও অনুরোধ জানাননি হিমঘর মালিকরা। এনিয়ে তারা আগামী ২৪ নভেম্বর বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে । যদিও রাজ্য সরকার অনেক আগেই হিমঘরে মজুত আলু দ্রুত বের করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছিল। তারপরেও প্রচুর আলু রয়ে গিয়েছে। জানা গিয়েছে, কিছুদিন আগে নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরেই অতিরিক্ত সময় দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কৃষি বিপণন দফতরের তরফে বিজ্ঞপ্তি💙 জারি সরকারিভাবেই তা জানিয়ে দেওয়া হয়েছে।