এসে গিয়েছে সেই বিশেষ দিন। আজই (১০ জুন, শুক্রবার) প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Results 2022)। করোন🌠াভাইরাসের ধাক্কায় 🎉গত দু'বছরের পরীক্ষা ব্যাহত হওয়ার পর এবার পুরোদমে উচ্চমাধ্যমিক হয়েছে। সেই পরীক্ষার ফলাফল আজ সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে।
সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হলেও নিজেদের নম্বর জানতে পরীক্ষার্থীদের আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বেলা ১২ টা থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। পরীক্ষার্থীরা অনলাইনে wbresults.nic.in থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন। এবার ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) থেকেও উচ্চমাধ্যমিকের ফলাফল দেখার সুযোগ মিলবে।
(WBCHSE H♐S Results 2022 Live Updates: উচ্চমাধ্যমিকের ফলাফলের ল🌱াইভ আপডেট দেখুন এখানে)
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WBCHSE Class XII Result 2022) দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন⛦।
৩) নিজ♉ের রোল নম্বর এবং মোবাইল নম্বর ༒দিতে হবে। তারপর ‘ক্লিক করুন’-এ ক্লিক করতে হবে।
৪) আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে উচ্চমা🅷ধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।