শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। একটা রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ🍎্যমিক পরীক্ষার (HS Result 2022) ফলাফল। এবার পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৪ দিনের মাথায় ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কখন উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে?
শুক্রবার সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা ১২ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা ফলাফল জানতে পারবেন। wbresults.nic.in-র পাশাপাশি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) থেকেও নিজেদের নম্বর জানতে পারবেন পড়ুয়ারা।
শুক্রবারই কি উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন?
এবার ফলাফল প্রকাশের দিনই উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে মিলবে না। ফল প্রকাশের ১০ দিন পর মার্কশিট মিলবে। সংসদের তরফে জানানো হয়েছে, এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এত দ্রুত ফলপ্রকাশ করা হওয়ায় এখনও মার্কশিট ছাপানোর কাজ চলছে। তাই অন্যবারের মতো ফলাফল প্রকাশের দিনই মার্কশিট দেওয়া হবে না। আগামী ২০ জুন সংসদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট,🐼 সার্টিফিকেট দেওয়া হবে।
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WBCHSE Class 12th Result 2022) জানতে পারবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) উচ্চমাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) স্ক্রিনে ♛উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবꦜে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখুন।
কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল (WB Uchha Madhyamik Result 2022) জানতে পারবেন?
১) wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBCHSE class 12 results' লিঙ্কে🐽 ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে উচ্চ🦂 মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।