আজ, শনিবার শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘুরে দেখেন নিউ বর্ন কেয়ার ইউনিট এবং বিভিন্ন ওয়ার্ড। নবজোয়ার কর্মসূচি’র ক্যাম্পে গি𒀰য়ে কিছুক্ষণ থেকে তিনি যান শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এদিন শালবনি পৌঁছেই তিনি কথা বললেন স্থানীয় দলীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এখান থেকে যান নবজোয়ারের মঞ্চে বক্তব্য রাখতে।
এদিকে শনিবার শালবনির জনসভা থেকে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে জনসংযোগ করে শুনলেন অভাব🍌–অভিযোগের কথা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর নেপাল সিংহ–সহ একাধিক ✅স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। মালদার পর শালবনিতে তৃণমূল কংগ্রেসের নবজোয়ারে আজ আবার একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগরার কর্মসূচি শেষে শালবনি পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই তিনি যান শালবনি হাসপাতালে। নতুন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে কি না, আর কী প্রয়োজন, খোঁজখবর নেন তিনি।
অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল পরিদর্শন করে তিনি কথা বলেন স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক, নার্স–স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। শোনেন সমস্যার কথা। মুখ্যমন্ত্রীকে দেখে আবেগে ভাসেন রোগীরা। সকলে মোবাইলে ছবি তুলতে থাকেন। তারপর সদ্যোজাতদের ওয়ার্ডে গিয়ে তাঁদের ভালভাবে দেখেন তিনি। হাসপাতালের পরিষেবা যেভাবে চলছে, তাতে স্বস্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর চিকিৎসক–নার্সদের ধন্যবাদ জানান তিন꧂ি।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? গরমে শিশুদের বিশেষ যত্ন ও পরামর্শ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া হাসꩲপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে খোঁজ নেন। হাসপাতালে রোগীদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি গিয়েছিলেন হাসপাতালের নিউ বর্ন বেবি কেয়ার ইউনিট–সহ একাধিক ওয়ার্ডে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এভাবে হঠাৎই তো আসতে হয়। সবসময় তো আসতে পারি না। সকলের সঙ্গে কথা বললাম। ডাক্তারদের কাছে জানতে চাইলাম, কী সমস্যা আছে, আর কী প্রয়োজন।’ আর মায়ের অনুরোধে একটি শিশুর নামকরণও করলেন মুখ্যমন্ত্রী। শিশুকন্যার নাম দিলেন ‘সঞ্চিতা’। চিকিৎসক–নার্সদের চলে যাওয়ার আগে বলেন, ‘শিশুদের আরও যত্ন নিন। গরমে যেন কষ্ট না হয়।’