আইনি জটিলতায় এখনও থমকে রয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও। তারইমধ্যে নয়া সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সূত্রের খবর, এবার থেকে চাকরিপ্রার্থীদের অনলাইনে কাউন্💖সেলিং হবে। তাঁদের আর কমিশনের দফতরে যেতে হবে না।
রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে ১৪,০০০-এর বেশি শিক্ষকপদ ফাঁকা পড়ে আছে। সেজন্য পরীক্ষাও নেওয়া হয়েছে। গত বছর পুজোর আগে ফলপ্রকাশ করা হলেও মেধাতালিকায় গরমিলের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন প্রার্থী। তারপর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থ🌜গিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, সেই মামলার শুনান⭕ির জন্য প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের কাছে বিশেষ আদালত বসানোর আর্জি জানাতে চলেছে কমিশন।
একইসঙ্গে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত দিলে কীভাবে প্রার্থীদের কাউন্সেলিং হবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। সূত্রের খবর, করোনাভাইরাস পরিস্থিতিতে কমিশনের সদর দফতরে প্রার্থীদের কাউন্স🔜েলিং করা সম্ভব কিনা, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত কাউন্সেলিংয়ের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীদের সশরীরে কমিশনের অফিসে আসা যথেষ্ট সমস্যার হতে পারে বলে মত একাংশের। তাই বিকল্প হিসেবে কমিশন অনলাইনেই পুরো কাউন্সেলিং প্রক্রিয়া করার পথেই হাঁটতে চলেছে বল🎃ে সূত্রের খবর। অর্থাৎ বাড়ি বসেই নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নিতেপারবেন পড়ুয়ারা।