সাত সকালে মন্দারমণির সৈকতে মিলল বিশাল তিমির দেহ। সোমবার সকালে তিমির দেহ দেখতে ভিড় উপচে পড়ে সৈকতে। এত বড় তিমির দেহ মন্দারমণির সৈকতে আগে দেখা যায়নি বলে জানিয়েছেন। কী কারণে তিমিটির মৃত্যু হয়েছে তা জানতে দেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা। সোমবার সকালে মন্দারমণির সৈকতে তিমির বিশাল দেহটি দেখতে পান স্থানীয়রা। ঝড়ের মতো খবর ছড়ায় এলাকায়। ৩৬ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া জলচর প্রাণীটির দেহ দেখতে ভিড় করেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছন বনদফতরের কর্মীরা ও পুলিশকর্মীরা। বনদফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, তিমিটির বয়স বেশি নয়। সম্ভবত গভীর সমুদ্রে কোনও জনযানে ধাক্কা লেগে সেটির মৃত্যু হয়েছে। তার পর দেহ ভেসে এসেছে পাড়ে। তিমিটির ওজন বেশ কয়েক টন বলে অনুমান। ফলে সেটিকে সরানো সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই তিমির দেহের ময়নাতদন্ত করবেন বিশেষজ্ঞরা। তার পর সৈকতেই দেহ সমাধিস্থ করা হবে বলে জানিয়েছে বনদফতর।