এ'বছর ভাল কাজের জন্য প্রশংসিত হয়ে 'চিফ মিনিস্টার’স পুলিশ' মেডেল পাচ্ছেন রাজ্যের ছয় আইপিএস। উত্তর থেকে দক্ষিণ কিংবা পশ্চিমাঞ্চল, সব এলাকার আইপিএস অফিসারই রয়েছে এই তালিকায়। জঙ্গলমহলে কর্মরত দুই পুলিশ সুপার যেমন রয়েছেন, তেমনই আছেন উত্তরবঙ্গের এক এসপি। এছাড়া পশ্চিমাঞ্চলে এক সিন⛎িয়র আইপিএস পাচ্ছেন চিফ মিনিস্টার'স পুলিশ সম্মান। রাজ্যের তরফে ‘চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ সম্মান পাচ্ছেন এডিজি ও আইজি পশ্চিমাঞ্চল ত্রিপুরারী অথর্ব। কর্মজীবনে ২৫ বছর ধরে ভ💦ালো কাজের জন্যই তিনি মনোনীত হয়েছেন এই পদক পাওয়ার জন্য। এছাড়া ‘চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’-র সম্মান পাচ্ছেন রাজ্যের মোট পাঁচ এসপি।
পুলিশের এই বিশেষ সম্মান পাওয়া জঙ্গলমহলের দুই পুলিশকর্তা পুরুলিয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও মেদিনীপুরের ধৃতিমান সরকার বলেন, 'এই সম্মান আরও ভালো কাজের জন্য উৎসাহ ও অনুপ্রাণিত করবে।' জঙ্গলমহলের এই দুই পুলিশ সুপারের ক🎉াজ রাজ্য পুলিশে মহল অত্যন্ত আলোচিত ও প্রশংসনীয় একটি নাম। মাওবাদী নেতা বিক্রম গ্রেফতার থেকে বারাসতের মনুয়া কাণ্ডে সাফল্য। মালদহের কালিয়াচকের অপরাধ দমন থেকে অস্থির বসিরহাটকে শান্ত করার মত কঠিন কাজ সামলেছেন এনারা। প্রায় দেড় দশক ধরে রাজ্যের বিভিন্ন জেলায় পোস্টিং থাকাকালীন ভালো কাজের সুবাদে বর্তমানে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ পাচ্ছেন 'চিফ মিনিস্টার'স পুলিশ' সম্মান।
তালিকায় রয়েছেন এসপি আলিপুরদুয়ার ওয়াই. রঘুভামশি, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়♛া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার, হুগলি গ্রামীনের পুলিশ সুপার আমনদীপ। স্বাধীনতা দিবসের দিনে রেড রোডের অনুষ্ঠানে এই দুটি পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রওী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য পুলিশের এই বিশেষ সম্মানপ্রাপক তিনজন আবার রাজ্যের ‘ডিজি কমেন্ডেশন সিলভার ডিস্ক’-র জন্যও নির্বাচিত ꦚহয়েছেন। এই তালিকায় রয়েছে পুরুলিয়া ও মেদিনীপুরের দুই পুলিশ সুপার সহ হাওড়া গ্রামীণ এসপি স্বাতী বাঙ্গালিয়ার নাম। রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে অশান্ত হাওড়ার অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন স্বাতী। সাম্প্রতিক অতীতে আলিপুরদুয়ার পুলিশ সুপার ও মুর্শিদাবাদের জঙ্গিপুরের পুলিশ সুপার থাকাকালীনও তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছিল।
পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ। হুগলি জ🐷েলায় তাঁ༺র দক্ষতার ছাপ রেখে এই শিরোপা পাচ্ছেন আমনদীপ।