রাজ্যে পুলিশ – প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ করে আসছে বিজেপিসহ বিরোধী দলগুলি। অভিযোগ যে অমূলক নয় তা স্পষ্ট হল রাজ্যের মন্ত্রীর স্ত্রীর হুঁশিয়ারিতে। পাঁশকুড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা রাজ্যে মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্রের হুঁশিয়ারি, ‘যাদের স্ট্যাম্প – প্যাড রয়েছে তাঁদের কথা মতো চলতে হবে পুলিশকে।’পাঁশকুড়া থানার আইসি কেন তৃণমূলের কথামতো চলছেন না তা নিয়ে এদিন ক্ষোভ উগরে দেন সুমনা মহাপাত্র। বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খাল বজায় রাখা পুলিশের কাজ। মনে রাখবেন, আপনারা কিন্তু মা-মাটি-মানুষের সরকারের কর্মী। যাদের স্ট্যাম্প – প্যাড রয়েছে তাদের কথামতো চলতে হবেই। নইলে প্রতিবাদ হবে’।দলীয় কর্মীদের উদ্দেশে সুমনাদেবীর বার্তা, ‘পুলিশকে ভয় পাবেন না। আপনারা কোনও ভুল করে থাকলে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। সুবিচার না পেলে আমরা আছি।’প্রকাশ্য মঞ্চে মন্ত্রীর স্ত্রীর মন্তব্যে তৃণমূল জমানায় পুলিশের রাজনীতিকরণের অভিযোগ প্রমাণ হল বলে দাবি বিজেপির। বিজেপির এক স্থানীয় নেতা বলেন, ‘এতে আমাদের অভিযোগই প্রমাণিত হল। তৃণমূল যে পুলিশকে ব্যবহার করে নানা কাজ করে তা প্রকাশ্যেই বলে দিলেন মন্ত্রীর স্ত্রী।’