মাসতুতো দেওরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন বৌদি। কিন্তু, অশান্তি এড়াতে সেই সম্পর্কে ইতি টেনে দিয়েছিলেন গৃহবধূ। সম্প্রতি, বৌদিকে প্রেমের সম্পর্ক পুনরায় গড়ে তোলার প্রস্তাব দেন দেওর। কিন্তু বৌদি তা মানতে রাজি না হওয়ায় অভিমানে আত্মঘাতী হন ওই যুবক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে দেওরের পরিজনদের হাতে আক্রান্ত হলেন গৃহবধু এবং তার স্বামী। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় চꦺুঁচুড়া থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয়🦄 সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগেই আত্মঘাতী হওয়া ওই যুবকের নাম চন্দন দাস। তিনি পেশায় রাজমিস্ত্রি। ২০১৪ সালে চুঁচুড়া থানা এলাকার শেফালি বাগানে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর। তারইমধ্যে চুঁচুড়ার বুনো কালিতলার বাসিন্দা চন্দন দাসের সঙ্গে সম্🐲পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। চন্দন দাস ওই গৃহবধূর স্বামীর মাসতুতো ভাই। দু’বছর আগে তাঁদের মধ্যে যখন সম্পর্ক গড়ে উঠেছিল, তা জানাজানি হতেই তুমুল অশান্তি তৈরি হয়। সেই অশান্তির জেরে দেওরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন বৌদি।
কিন্তু, তা কিছুতেই মেনে নিতে পারেননি দেওর। সম্প্রতি তিনি দাদার বাড়িতে যাতায়াত শুরু করেন। এরপর আবার বৌদিকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু, অশান্তির আশঙ্কায় সেই সম্পর্ক মেনে নিতে রাজি হননি গৃহবধূ। এরপর গত ২০ মার্চ নিজের বাড়ি গিꦓয়ে আত্মঘাতী হন ওই যুবক। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বৌদি।
অভিযোগ সেই ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার ওই গৃহবধূ এবং তার স্বামীর ওপর হামলা চালায় চন্দনের পরিজন এবং প্রতিবেশিরা। গৃহবধূর চুল কেটে দেওয়ার পাশাপাশি তাঁর গায়ে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূর পরিবারের সদস্যরা। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুল🍒িশ। যদি এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
হেল্পলাইন নম্বর : ওয়ালাইফ ফাউন্ডেশন - ৭৮৯৩০৭৮৯৩০