১৪ অগস্ট ২০২৪ রাতে কলকাতা সহ বাংলার নানান শহরে আয়োজিত হতে চলেছে ‘মেয়েরা রাত দখল করো’। স্বাধীনতা দিবসের আগের রাতে ১১.৫৫ মিনিট থেকে কলকাতায়, যাদবপুর, অ্যাকাডেমি চত্বর, কলেজ স্ট্রিট সহ বাংলার নানান জায়গায় থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হতে চলেছে জমায়েত। ইতিমধ্যেই ইন্টারনেট জুড়ে ‘মেয়েরা রাত দখল করো’র ডাক ভাইরাল! আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে তরুꦬণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে বাংলায় ১৪ অগস্টের রাতে শত শত কণ্ঠ গর্জে ওঠার অপেক্ষায়।
‘মেয়েরা রাত দখল করো’ কোথায় কোথায় আয়োজিত হচ্ছে?
‘মেয়েরা রাত দখল করো’-র অফিশিয়াল ফেসবুক পেজ-এ দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ অগস্ট রাত ১১ টা থেকে এই জমায়েত। কলকাতায় এই জমায়েত হবে, যাদবপুর এইট বিতে। এছাড়াও রয়েছে আরও ঠিকানা- অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স꧂্ট্রিট, সিঁথির মোড়, বেহালা শখের বাজার, ডানলপ খালসা মডেল স্কুল। অফিশিয়াল পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, এই প্রতিবাদের জমায়েত ওই একই𝔍 সময় হবে- মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, বোনগাঁয় নীলদর্পণ, শ্রীরামপুর, রায়গঞ্জ, ঘড়ির মোড়, ব্যারাকপুর স্টেশন, দুর্গাপুর।
( নিখোঁজদꦕের ছবি হাতে ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভে বাংলাদেশের ꦍহিন্দুরা)
‘রিক্লেম দ্য নাইট’ – ইতিহাস..
আমেরিকার ফিলাডেলফিয়া শহরে ১৯৭৫ সালে জনৈক মাইক্রো বায়োলজিস্টকে খুনের ঘটনায় ওই আন্দোলন শুরু হয়েছিল। ১৯৭৭ সালে নারীমুক্তি আন্দোলনের অঙ্গ হিসাব🍬ে ‘রিক্লেম দ্য নাইট’ এর কথা উঠে আসে। যার বাংলার তর্জমা করলে খানিকটা 'রাত দখল করো’ হয়ে থাকে। ইংল্যান্ডের পূর্ব ইয়র্করশায়ারের লিডসে এইটি শুরু হয়। মিছিল থেকে সেবার দাবি উঠে ছিল, পাবলিক প্লেসে মহিলারা যাতে রাতে চলাফেরা করতে সক্ষম হন। এমনই তথ্য দিচ্ছে ‘উইকি পিডিয়া’। ‘রিক্লেম দ্য নাইট’ কার্যত একটি আন্দোলনের নাম। পরবর্তীকালে এমন ধরনের মিছিল করে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদ করা হয়। এই আন্দোলন ১৯৭৭ সালের পরও ১৯৮০, ১৯৯০, ২০০০ সালেও শোনা গিয়েছে।