কাজের তাড়ায় প্রায়শই অন্যমনস্ক ভাবে ট্রামে, বাসে চড়েন অনেকে। বহু সময়ই বেখেয়ালে হাতের গুরুত্বপূর্ণ জিনিস কোথায় রাখা হচ্ছে, তা খেয়াল করা যায় না🎀। ফলে ব্যস্ত শহরে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে কালঘাম ছোটে বহুজনের! এদিকে, কলকাতার বাসে হারিয়ে ফেলা গুরুত্বপূর্ণ নথি ফিরে পেলেন রাজু বসাক নামে এক যুবক। হাওড়ার বাসিন্দা রাজু, এই ঘটনার কথা নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
রোজের নিয়মে রাজু রবিবারও হাওড়া থেকে শিয়ালদহের বাস ধরেন। কাটেন ১৪ টাকার টিকিট। টিকিট অন্যান্যদিন সাধারণত ফেলে দেন রাজু। তবে সেদিন তিনি তা সঙ্গে যত্ন করে রেখে দেন। এরপর এক্সাইড মোড়ে নেমে যান রাজু। আচমকা খেয়াল পড়ে, তাঁর সঙ্গে নেই গুরুত্বপূর্ণ নথির ব্যাগটি। মনে পড়ে, তা তিনি বাসেই ফেলে এসেছেন। দিগ্বিদিক শূন্য হয়ে যান রাজু। মনে পড়ে যায়, ওই নথি সমেত ব্যাগটি সঙ্গে নিয়ে এলেও, তা বাসেই তিনি রেখে নেমে পড়েছেন। ব্যাগে ছিল, আধার কার্ড, স্কুল ও বিশ্ববিদ্যালয়, কলেজের সার্টিফিকেট, প্যান কার্ড, ভোটার কার্ড। এই জরুরি নথি খোয়াতেই বাসের পিছনে দৌড়েও লাভের লাভ হয়নি যুবকের। এরপর সাউথ ট্রাফিক গ꧙ার্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন রাজু। মনে পড়ে, তাঁর কাছে থাকা বাসের টিকিটের কথা। সেটা হের করতেই , বেরিয়ে যায় বাসের নম্বর। এদিকে, তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশের সদস্যরা যোগাযোগ করেন পরিবহণ দফতরের সঙ্গে। শুরু হয় রুদ্ধশ্বাস ঘটনা পরম্পরা। আদৌ ব্যাগ ফিরে পাওয়া যাবে কি না, তা নিয়ে ছিল রাজুর প্রশ্ন। এদিকে, ট্রাফিক পুলিশ তখনই কন্ডাক্টারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় পরিবহণ দফতরের মাধ্যমে। কন্ডাক্টার জানিয়ে দেন, বাসে ফেলে যাওয়া ব্যাগটি যত্ন করে রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে এক পুলিশ কর্মী গিয়ে সেই ব্যাগ নিয়ে আসেন। ঘণ্টা দেড়েকের মধ্যে ব্যাগ হাতে পেয়ে যান রাজু।
ফেসবুক পোস্টে এই ঘটনার কথা জানিয়েছেন ওই যুবক রাজু। রাজু জানান, ‘বাস ও ট্রাফিক পুলিশের কর্মীদের অসংখ্য ধনব্যাদ। তাঁদের জন্য আমি আমার যোগ্যতা ফিরে পেয়েছি। আর বাকি রইল লাকি টিকিট।’ সেদিন😼 ওই টিকিটকে যে সযত্নে রাখার বিষয়টি রাজুর জীবনে কতটা বদল এনে দেয়, তা বলাই বাহুল্য! শুধ⛎ু কি রাজুর জীবনে ওই নথি পাওয়ার ঘটনাই এই টিকিটের সূত্রে ঘটল? শুধু তাই নয়। সঙ্গে রাজ্যের ট্রাফিক পুলিশ আর পরিবহণ দফতরের তৎপরতা ও কর্মীদের প্রশংসনীয় উদ্যোগও সকলের কুর্নিশ কুড়োচ্ছে।