Kolkata Police: 'ভিড় থেকে ইট উড়ে এল পুলিশের দিকে..', রাত দখলের রাতে পুলিশকর্মী শম্পার কী ঘটেছিল? পোস্টে জানাল KP
1 মিনিটে পড়ুন Updated: 16 Aug 2024, 08:57 PM ISTকলকাতা পুলিশের পোস্ট বলছে, ﷺসেই ইট সোজাসুজি শম্পার মুখে অসে লাগে। আহত হন তিনি।
কলকাতা পুলিশের পোস্ট বলছে, ﷺসেই ইট সোজাসুজি শম্পার মুখে অসে লাগে। আহত হন তিনি।
ঘড়ির কাঁটা তখন পেরিয়েছে মধ্যরাত। গভীর রাতের কলকাতায় তখন শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মহিলারা রাত দখলের উদ্দেশে হাঁটছেন। হাঁটছে তখন আম জনতা। যে জনতার কোনও ভেদাভেদ ছিল না। আরজি কর মেডিক্যাল কলেজের অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে, সেই রাতে গর্জে উঠেছিল গোটা শহর। এদিকে, আরজি কর হাসপাতালেও শুরু হয়েছিল প্রতিবাদ সভা। সেই রাতে আরজি কর-এ আচমকা একদল দুর্বৃত্ত ঢুকে ভাঙচুর চালায়। সেই রাতে আহত হয়েছেন বহু পুলিশকর্মী। বাগুইআটিতে পুলিশক🦂র্মী শম্পা ছিলেন কর্তব্যরত। তিনি সেখানে মিছিল থেকে আসা এক ইটে আহত হন। কলকাতা পুলিশের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রশ্ন তোলা হয়, ‘সেই রাত কি ♕শম্পারও ছিল না?’
যে রাতে মহিলারা রাতের দখল নিতে শুরু করেছিলেন, সেই রাতে শহরের নিরাপত্তার দায়িত্বে কর্তব্য পালন করছিলেন মহিলা পুলিশকর্মী শম্পা। আচমকা হামলার জেরে তিনি আহত হন। কীভাবে এই ঘটনা ঘটে? কলকাতা পুলিশ জানিয়েছে, সেই রাতে ভিড় থেকে আচমকা ইট এসে পড়ে পুলিশের দিকে। কলকাতা পুলিশের পোস্ট বলছে, সেই ইট সোজাসুজি শম্পার মুখে অসে লাগে। আহত হন তিনি। আঘাতের জেরে তিনি রক্তাক্ত হন। কলকাতা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ৫ 💧জনকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশ প্রশ্ন তুলছে, মেয়েরা যে রাতে রাত দখল করছিল, সেই রাত কি শম্পারও ছিলনা? শহরের বুকে এক মহিলা চিকিৎসকের মৃত্যু ও ধর্ষণের অভিযোগে উত্তাল বাংলা। নারকীয় হত্যাকাণ্𒅌ডের প্রতিবাদে যখন মহিলারা রাত দখল করতে নামলেন, তখনই আরও এক মহিলা হলেন ভয়াবহভাবে আহত, পেশায় তিনি পুলিশকর্মী। শম্পার ঘটনা নিয়েও প্রশ্ন রেখেছে কলকাতা পুলিশ।