পানিহাটি পুরসভা কাউন্সিলর অনুপম দত্ত খুনে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে একথা জানিয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্🔥মা। ধৃত বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত পানিহাটি পুরসভার ঠিকাদার। তাঁর সঙ্গে🐷 অনুুপমের জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপম দত্তের খুনি অমিত পণ্ডিতের আত্মীয় এই সঞ্জীব পণ্ডিত। তার সঙ্গে অনুপমের জমির দখল নিয়ে বিবাদ ছিল। সেজন্য বেশ কিছুদিন ধরে অন♔ুপমকে খুনের চেষ্টা করছিল সে। এর আগে জিয়ারুল নামে এক ব্যক্তিকে খুনের বরাত দিয়েছিল বাপি। ৪ লক্ষ টাকা নিয়েও অনুপমকে খুন করতে পারেননি জিয়ারুল। ওদিকে টাকাও ফেরত দিতে চাইছিল না সে। এর পর আত্মীয় অমিত পণ্ডিতকে সব কথা বলে বাপি। জিয়ারুলকে নিশানা করার জন্য অমিতকে সুপারি দেয় সে।
গত বছর হরিণঘাটায় জিয়ারুলকে লক্ষ্য করে গুলি চালায় অমিত। কিন্তু বেঁচে যান জিয়ারুল। তার পর থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল অমিত। পূর্ব বর্ধমান ও হুগলির একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে ছিল সে। খুনের আগের দিন শ𒊎নিবার পূর্ব বর্ধমান থেকে পানিহাটি আসে অমিত। এর পর বাপির সহযোগিতায় অনুপম দত্তকে অনুসরণ করা শুরু করে। রবিবার সন্ধ্যায় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে পিছন থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালায় অমিত। এই নিয়ে অনুপম দত্ত খুনে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ
পুলিশের দাবি, খুনের কারণ জানতে ধৃতকে লাগাতার জ📖েরা করা হচ্ছে।