দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম হল শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন হয়ে যাতায়াত করেন। অথচ সেই শিয়ালদা স্টেশনের বেশ কয়টি প্ল্যাটফর্ম থেকে এতদিন ১২ কোচের লোকাল ট্রেন ছাড়া সম্ভব হত না। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় সেগুলি থেকে শুধু ৯ কোচের লোকাল চালানো হত। তা নিয়ে সাধারণ যাত্রীদের ক্ষোভের মুখের পড়তে হয়েছে রেলকে। তাই সেই সমস্ত প্ল্যাটফর্মগুলি সম্প্রসারণের কাজ চালাচ্ছিল পূর্ব রেল। কিছুদিন আগেই ১,২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ট্রেন চালানো শুরু হয়েছে। মাঝখানে শুধু ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে কাজ বাকি ছিল। সেই কাজও শেষ হয়েছে। আর তারপরেই আজ বুধবার থেকে এই দুট🅘ি প্ল্যাটফর্ম থেকেও শুরু হল ১২ কোচের লোকাল ট্রেন চলাচল।
আরও পড়ুন: শিয়ালদায় ১,২,৫ প্ল্যা🐬টফর্ম থেকে শুরু ১২ কোচের লোকাল, উঠতে পারবেন আরও যাাত্রী
রেলের তরফে জানানো হয়েছিল, জুলাই মাসের মধ্যেই শিয়ালদার ১ থেকে ৫ নম্বর পর্যন্ত সমস্ত প্ল্যাটফর্ম থেকেই ১২ কোচের লোকাল চালানো হবে। সেইমতো এবার সমস্ত প্ল্যাটফর্মেই ১২ কোচের লোকাল চালানো সম্ভব হল। র🧜েল সূত্রে জানা গিয়েছে, ইয়ার্ড মডিফিকেশন ও নন ইন্টারলকিংয়ের কাজ ৯ জুন হয়ে গিয়েছে। তবে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের দমদম প্রান্তের কিছু কাজ বাকি ছিল। যাত্রী অসুবিধার কথা ভেবে কোনও ব্লক ছাড়াই ধীরে ধীরে সেই কাজ সম্পন্ন করে রেল। আর তারপরেই শিয়ালদা ১ থেকে ৫ নম্বর পর্যন্ত সবকটি প্ল্যাটফর্ম থেকেই এবার ১২ কোচের লোকাল ট্রেন চলাচল শুরু হল।
এতদিন পর্যন্ত শিয়ালদাওর মেইন ও নর্থ শাখায় ১২ বগির ট্রেন চালানোর কিছু অসুবিধ🍸া ছিল। এবার সেই সমস্যা আর থাকছে না। ফলে এবার শিয়ালদা মেইন শাখায় আরও বেশি সংখ্যায় ১২ বগির লোকাল ট্রেন চালানো সম্ভব হবে। রেলের তরফে জানানো হয়েছে, ৯ কোচের পরিবর্তে ১২ কোচের লোকাল ট্রেনে প্রায় ১০০০ অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারেন প্রতি ট্রিপে। এরফলে বিধাননগর, দমদম, বিরাটি, বারাসাত, সোদপুর, বারাকপুর, নৈহাটি প্রভৃতি স্টেশনে যাত্রীদের পরিবহণ সংক্রান্ত চাহিদা খানিকটা মিটবে। ফলে যাত্রীদের যাতায়াত কিছুটা আরামদায়ক হবে। তাছাড়া ভিড়ের কারণে ৯ কোচের ট্রেনে আগে বহু যাত্রী উঠতে পারতেন না। এবার আর কোনও সমস্যা হবে না। অনায়াসে অতিরিক্ত ১০০০ যাত্রী ওই সমস্ত ট্রেনে উঠতে পারবেন।