আর দু’দিন বাদেই নতুন মাস পড়বে। আর মে মাসে ১২ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। ১ মে শ্রমিক দিবস এবং ২ মে রবিবার। সুতরাং মাসের শুরুতেই দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর আছে একাধিক উৎসব। যার জেরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিতে হবে, কবে খোলা থাকছে আর কবে বন্ধ থাকছে।রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ১ মে শ্রমিক দিবসে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী ৭ মে জামাত–ই–বিদা এবং ১৩ মে ইদ। ১৪ মে আবার একাধিক পরব রয়েছে। পরশুরাম জয়ন্তী, বাসব জয়ন্তী ও অক্ষয় তৃতীয়ার জন্য একাধিক রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। এই ছুটির দিনের পর থাকছে সপ্তাহান্তের ছুটি।জানা গিয়েছে, ২ মে রবিবার, ৮ মে দ্বিতীয় শনিবার, ৯ মে রবিবার, ১৬ রবিবার, ২২ মে চতুর্থ শনিবার এবং ৩০ মে রবিবার। বাংলায় ১ মে, ৭ মে এবং ১৪ মে ছুটি থাকবে। অর্থাৎ এই রাজ্যে মে মাসে মোট ৯দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনগুলিতে তাই মোবাইল কিংবা নেট ব্যাংকিংয়ের উপরই ভরসা রাখতে হবে। আর করোনা আবহে খুব প্রয়োজন না হলে ব্যাঙ্কে না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।