BENGAL : একদিনে নয়া রোগী বাড়ল ৩৭। এর জেরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৯৫ হল বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি। একই সঙ্গে করোনার জেরে মৃত্যু হয়েছে 🧜৩৩জনের। কিন্তু মুখ্যসচিব বলেছেন যে রাজ্যে করোনা থাকাকালীন মৃত্যুর সংখ্যা ১০৫। কিন্তু ডেথ অডিট কমিটির মতে বাকিদের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে, তাই সেগুলিকে ধরা হবে না। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন।
এই মুহূর্তে রাজ্যে মোট ৪৪৪টি কন্টেনমেন্ট জোন আছে। এর মধ্যে ২৬৪টি কলকাতায়, উত্তর ২৪ পরগন🐓ায় ৭০ ও হাওড়ায় ৭২🌱টি কন্টেনমেন্ট জোন আছে।
এই মুহূর্তে আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে দশম স্থানে পশ্চিমবঙ্গ। আক্রান্ত ও মৃত্যু, উভয় নিরিখে পয়লা নম্ব꧋রে রয়েছে মহারাষ্ট্র♊। কেবল মহারাষ্ট্রেই মোট আক্রান্ত ১০৪৯৮। অন্যদিকে, দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩৫০৪৩, মৃত ১১৪৭।
আগামী তেসরা মে অবধি চলবে লকডাউন। কিন্তু তারপরেও কলকাতা সহ অন্যান্য মেট্রো শহরগুলিকে রেড জোন হিসাবে চিহ্নিত করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্🔯থ্যমন্ত্রক। তাই সেখানে বিধিনিষেধ চলবেই, একথা ෴ধরেই নেওয়া যায়।