সংখ্যাটা প্রায় ৫০ লক্ষ। সেই ৫০ লক্ষ রেশন কার্ডকে ব্লক করেছে খাদ্য দফতর। এদিকে মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী ভুয়ো ও অস্তিত্ববিহীন রেশন কার্ডগুলিকে চিহ্নিত করার নির্দেশ দেন। এদিকে এই অস্তিত্বহীন ভূতুরে কার্ডগুলিতে রেশন দেওয়ার জেরে সরকারের অতিরিক্ত খরচা হচ্ছিল। এবার তেমনই নকল রেশন কার্ড, মৃত গ্রাহক সহ বিভিন্ন ক্ষেত্রে সন্দেহজনক প্রায় ৫০ লক্ষ রেশন কার্ড ব্লক করেছে খাদ্য দফতর। এই রেশন কার্ডগুলির মাধ্যমে আর রেশন তোলা সম্ভব নয়। তবে খাদ্য় দফতর সূত্রে খবর, এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অন্যদিকে রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতে এসএমএস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে মাসের শুরুতেই গ্রাহকের মোবাইল নম্বরে এসএমএস চলে যাচ্ছে। যার মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহক জানতে পারবেন তাঁর পরিবার মোট কত রেশন পাবেন সেই মাসে। সেক্ষেত্রে রেশন পাওয়া নিয়ে তাঁর মধ্যে কোনও বিভ্রান্তি থাকবে না। তাঁকে ন্যায্য রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে এমন কোনও দাবিও তিনি তুলতে পারবেন না। খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যের অন্তত ৭০ লক্ষেরও বেশি গ্রাহককে এই এসএমএস পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে যাঁদের মোবাইল নম্বর খাদ্য দফতরে কাছে নথিভুক্ত করা আছে তাঁরাই কেবলমাত্র এই সুবিধা পাবেন।