কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বরে জঙ্গিহামলা হলে কী করে তা প্রতিহত করা হবে তার যৌথ মহড়া হল বৃহস্পতিবার সকালে। এদিন মহড়ায় অংশগ্রহ🅘ণ করে সেনাবাহিনী, NSG, CISFএর জওয়ানরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে জঙ্গিরা কাউকে পণবন্দি করলে কী করে তাকে মুক্ত করা হবে তা মহড়া দিয়ে দেখান জ🌞ওয়ানরা।
আরও পড়ুন - হাস🥃পাতাল থেকে জেলে ফিরেছেন জ্যোতিপ্রিয়, ভার্চুয়ালি হাজির আদালতের শুনানিতে
পড়তে থাকুন - বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংযত থাকতে বলল HC, BJP🌱-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
pi প্রায় আধ ঘণ্টার অপারেশনের পর ধরাশায়ী 📖করা হয় সেই ২ জঙ্গিকে।
আরও পড়ুন - ‘♍হিন্দুদের উপর অত্✅যাচার নিয়ে নীরব মমতা!’ পুলিশের রদবদল নিয়ে বিস্ফোরক সুকান্ত
সফলভাবে অপারেশন শেষ করার পর নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন প্রদীপ অগ্নিহোত্রী বলেন, ‘একাধিক বাহিনীর মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ কতটা সাবলীল তা বোঝার জন্য আজকের মহড়ার꧒ আয়োজন করা হয়েছিল। মহড়া সফল হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, NSG ও CISF একসঙ্গে অপারেশন চালিয়ে জঙ্গিদের নিরস্ত করতে পেরেছে।’