ভোট পরবর্তী হিংসা মামলায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠদের তলব করল সিবিআই। এর আগে এই ঘটনায় পরেশ পালকে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্ত চালাচ্ছে ♌কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI.
গত বছর ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছিতে পিটিয়ে মারা হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। শুধু অভিজিৎ নয়, তাঁর পোষ্য কুকুরটিকেও মেরে ফেলে দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আদালতের নির্দেশে সেই ঘট🐓নার তদন্তভার নেয় সিবিআই। এই ঘটনার তদন্তে গত সপ্তাহে ১৮ মে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জেরা করেন তদন্তকারীরা। এর পর নোটিশ পাঠানো হয়েছে তাঁরই ৮ জন অনুগামীকে।
সিবিআই সূত্রে খবর, অসিত বারি, সন্তু ভৌমিক, রণজিৎ দে, রাজদীপ সিং, রবি মান্না, তুষারকান্তি দে, সমীর দলুই নামে ৮ তৃণমূল কর্মীকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে। এদের মধ্যে অনেকেই অভিজিৎ সরকার খুনে সরাসরি যুক্ত বলে অভ🦩িযোগ। এমনকী পরেশ পালকে জিজ্ঞাসাবাদে এদের অনেকের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর।
বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াতে ও প্রতিহহিংস🐓া চরিতার্থ করতে অভিজিৎকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে স্থানীয় বিধায়ক পরেশ পালের। এমনকী অভিজিতের পোষ্য কুকুরটিকেও ছাড় দেয়নি তারা। গোটা দেশে এমন রাজনৈতিক হিংসা নজিরবিহীন বলে দাবি তাদের।