ভিনেশ ফোগটকে ভারতরত্ন প্রদান করা হোক। অথবা রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে তাঁকে পাঠানো হোক রাজ্যসভায়। এমনই প্রস্তাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ভিনেশকে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তাঁকে যেভাবে লড়াই করতে হয়েছে, সেটার সামনে কোনও পদকই যথেষ্ট নয়। তাই সর্বসম্মতিক্রমে তারকা কুস্তিগিরকে ভারতরত্ন প্রদান করা উচিত বা রাজ্যসভায় মনোনয়ন দেওয়া𓂃 উচিত বলে জানান অভিষেক। যদিও সেই মন্তব্যের জন্য তাঁকে কটাক্ষও শুনতে হয়। নেটিজেনদের একাংশ খোঁচা দিয়ে বলেন, ‘ওঁনাকে বাংলার মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন না কেন?’
‘কোনও পদকই তাঁর সত্যিকারের লড়াইয়ের জন্য যথেষ্ট নয়’
সোমবার সন্ধ্যায় অভিষেক বলেন, ‘ভিনেশ ফোগট যে অসামান্য দক্ষতা দেখিয়েছেন, সেটার স্বীকৃতি হিসেবে তাঁকে ভারতরত্ন প্রদান করা বা রাষ্ট্রপতির মনোনীত রাজ্যসভার আসনে তাঁকে মনোনীত করা নিয়ে ঐক্যমতে পৌঁছানোর জন্য সরকার এবং বিরোধীদের একটি উপায় খুঁজে বের করা উচিত। ওঁনাকে যে চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটার জন্য নিদেনপক্ষে আমরা🐎 এটা 🐬করতে পারি। কোনও পদকই তাঁর সত্যিকারের লড়াইয়ের জন্য যথেষ্ট নয়।’
কটাক্ষ ধেয়ে এল অভিষেকের দিকে
আর অভিষেকের সেই মন্তব্য নিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষ ꦗকরতে ছাড়েননি। এক নেটিজেন বলেন, 'ওঁনাকে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন না? হাহা।' অপর এক নেটিজেন বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কোটা থেকে কেন তাঁকে রাজ্যসভায় সিট দিচ্ছেন না?’ এক নেটিজেন ꦅআবার বলেন, ‘এটাই রাজনীতি।’
এক নেটিজেন আবার বলেন, ‘এই স্রেফ জনদরদীমূলক টুইট। জীবনের ঝুঁকির মুখ থেকে সুস্থ হয়ে উঠেছেন (ঋষভ) পন্তও। আর উনি দলে ফিরে আসেন। বিশ্বকাপজয়ী দলে ছিলেন। তাহলে তাঁকেও ভারতরত্ন দে💃ওয়া হবে বা রাজ্যসভার মনোনয়ন দেওয়া হবে?’ অপর একজন বলেন, ‘অভিনব বিন্দ্রা এবং নীরজ চোপড়া তো সোনা জিতেছেন। তাঁদের কোনওটাই দেওয়া হয়নি।’
অনেকেই সহমত পোষণ করলেন অভিষেকের সঙ্গে
যদিও অনেকেই আবার অভিষেকের প্রস্তাবে সমর্থন জাไনিয়েছেন। এক নেটিজেন বলেন, 'সমর্থন করার জন্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন ভিনেশ ফোগট। উনি এই সম্মানের যোগ্য।' একজন আবার বলেন, 'আপনার সঙ্গে একমত আমরা।' একজন আবার বলেন, 'ভালো বলেছেন ক্যাপ্টেন। ওঁনাক প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করতে হয়েছে। তাঁর সঙ্গে🔥 যা হয়েছে, তা কোনওভবেই মেনে নেওয়া যায় না।'