এমনিতে💃ই ঘাড়ের ওপর ঝুলছে গ্রেফতারির খাঁড়া। এই পরিস্থিতিতে বিপদ আরও বাড়ল আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগের তদন্তে নামতে চলেছে ইডি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে জমা পড়া অভিযোগের নথিপত্র সংগ্রহ করে সোমবারই দিল্লি পাঠিয়ে দিয়েছেন কলকাতার ইডির আধিকারিকরা। দিল্লি থেকে সবুজ সংকেত এলেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - কে খুন করেছে আরজি করের নির্যাতিতাকে? পলিগ্রাফ টেস্ট🐠ে বিস্ফোরক দাবꩲি সঞ্জয় রায়ের
পড়তে থাকুন - কালীমূর্তি ভাঙচুরে অভিযুক্তদের ১২টি বাড়ি জ্বালিয়ে দꦅিল বিক্ষুদ্ধ জনতা
ইডি সূত্রে খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করতে সোমবার সিবিআইয়ের কাথ থ🥂েকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন আধিকারিকরা। টালাꦕ থানায় গিয়ে আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার FIRএর কপি সংগ্রহ করেছেন তাঁরা। সমস্ত নথি পাঠানো হয়েছে দিল্লির প্রবর্তন ভবনে। সেখানকার কর্তারা নির্দেশ দিলে কলকাতায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে ECIR দায়ের করে তদন্ত শুরু করবেন আধিকারিকরা।
আরও পড়ুন - অসমে প্রাণ বাঁচাতে 💛পুকুরে ঝাঁপ দিল ধর্ষক, মালদায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
ওদিকে মঙ্গলবার সকালেও সিবিআইয়ের তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অর্থিক দুর্নীতির অভিযোগেরও তদন্ত করছেন আধিকারিকরা। শুক্রবার সিবিআইকে অরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। এর পর রবিবার কলকাতা ও লাগোয়া এলাকার ১৫টি ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে ছিল সন্দীপ ঘোষের বাড়িও। সিবিআইয়ের ডাকে মঙ্গলবার ১১তম বার সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন সন্দীপবাবু। তাঁর বিরুদ্ধে ♈💝হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি একাধিক গুরুতর অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে মেডিক্যাল বর্জ্য পাচার, মানবদেহ পাচার, ছাত্রদের কাছ থেকে টাকা আদায় ও ঘনিষ্ঠদের স্টল বিলির অভিযোগ।