𒈔ফের দোতলা আন্ডারপাস হবে কলকাতায়। বলা ভালো নিউটাউনে। নিউটাউনে টাটা মেডিক্যাল সেন্টার ক্রশিংয়ের কাছে হবে এই আন্ডারপাস। এর উপরের তলাটি যথারীতি গাড়ির জন্য বরাদ্দ করা হবে। নীচের তলা দিয়ে যাতায়াত করবেন পথচারীরা। নিরাপদে, সুরক্ষিত ভাবে।
💦এখানেই শেষ নয়। একাধিক ক্রশিংয়ে পথচারীদের সুবিধার জন্য সাবওয়ে করা হবে। তার মধ্যে অন্যতম হল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে, ওয়েস্টিন হোটেলের কাছে, স্মার্ট কানেক্টে ও চিনার পার্কের কাছে। মূলত পথচারীদের যাতে উপর দিয়ে পারাপার করতে না হয় সেকারণেই এই বিশেষ ব্যবস্থা।
তবে কলকাতা শহরে এবারই প্রথম এই ধরনের ব্যবস্থা চালু হচ্ছে এমন নয়। এর আগে নিউ টাউনেই এই ধরনের আন্ডারপাস চালু করা হয়েছিল। এর জেরে পথচারীদের পাশাপাশি গাড়ি চালকদেরও বিরাট সুবিধা হয়েছে। এই আন্ডারপাসের🦋 মাধ্যমে গাড়িগুলি নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। এর জেরে যানজট অনেকটাই কম হয়।
দোতলা আন্ডারপাস। গত বছরই এই ধরনের আন্ডারপাস চালু হয়েছিল কলকাতায়। মাল্টি টায়ার আন্ডারপাস। নিউটাউনে💙 বিশ্ববাংলা গেটের কাছে এই মাল্টিটায়ার আন্ডারপাস চালু করা হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই আন্ডারপাস চালু করা হয়েছিল। এটার কাজ শুরু হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে।
🎃এই আন্ডারপাসের মাধ্যমে নিউটাউন, রাজারহাট, বিমানবন্দরগামী গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা। আন্ডারপাসের উপরের স্তরটি সল্টলেক ও করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুলতীর্থ ও ইউনিটেকের থেকে আসা গাড়ি ও দু চাকার জন্য বরাদ্দ করা হয়েছে।
𝔍আন্ডারপাসের দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের অন্তত ৮ মিটার নীচে করা হয়েছে। এখান দিয়ে মূলত পথচারীরা নিরাপদে হাঁটাচলা করবেন। এটা ছিল কলকাতার প্রথম মাটির নীচে দিয়ে গাড়ি যাওয়ার টানেল।
﷽শহর ক্রমশ বাড়ছে। বাড়ছে জনসংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি। আরও আধুনিক হচ্ছে শহর। সেই আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে এবার একাধিক ব্যবস্থা করা হচ্ছে শহরজুড়ে। তবে রাজারহাট, নিউটাউন এলাকায় একাধিক স্মার্ট ব্যবস্থা করা হচ্ছে। যার মাধ্যমে মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য অনেকটাই বেড়েছে।
♔উপর দিয়ে গাড়ি, নীচে দিয়ে মানুষ। সবটাই মাটির নীচে। আধুনিকতম শহর। বিশ্বের একাধিক আধুনিক শহরে এই ব্যবস্থা থাকে। সেটা এবার কলকাতাতেও। একেবারে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলা হচ্ছে নিউটাউনকে। কলকাতার উপকণ্ঠে এক অন্যরকম শহর। যেখানে এখনও সবুজ পুরোপুরি হারিয়ে যায়নি। যেখানে এখনও যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য নানা ব্যবস্থা করা হয়।