ফের দোতলা আন্ডারপাস হবে কলকাতায়। বলা ভালো নিউটাউনে।൩ নিউটাউনে টাটা মেডিক্যাল সেন্টার ক্রশিংয়ের কাছে হবে এই আন্ডারপাস। এর উপরের তলাটি যথারীতি গাড়ির জন্য বরাদ্দ করা হবে। নীচের তলা দিয়ে যাতায়াত করবেন পথচারীরা। নিরাপদে, সুরক্ষিত ভাবে।
এখানেই শেষ নয়। একাধিক ক্রশিংয়ে পথচারীদের সুবিধার জন্য সাবওয়ে করা হবে। তার মধ্যে অন্যতম হল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে, ওয়েস্টিন হোটেলের কাছে, স্মার্ট কানেক্টেﷺ ও চিনার পার্কের কাছে। মূলত পথচারীদের যাতে উপর দিয়ে পারাপার করতে না হয় সেকারণেই এই বিশেষ ব্যবস্থা।
তবে কলকাতা শহরে এবারই প্রথম এই ধরনের ব্যবস্থা চালু হচ্ছে এমন নয়। এর আগে নিউ টাউনেই এই ধরনের আন্ডারপাস চালু করা হয়েছিল। এর জেরে পথচারীদের পাশাপাশি গাড়ি চালকদেরও বিরাট সুবিধা হয়েছে। এই আন্ডারপাসের মাধ্যমে গাড়িগুলি নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। এ🌃র জেরে যানজট অনেকটাই কম হয়।
দোতলা আন্ডারপাস। গত বছরই এই ধরনের আন্ডারপাস চালু হয়েছিল কলকাতায়। মাল্টি টায়ার আন্ডারপাস। নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে এই মাল্টিটায়ার আন্ডারপাস চালু করা হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই আন্ডারপাস চালু করা হয়েছিল। এটার কাজ শুর♕ু হয়েছিল ২০২২ সালের জুলাই༺ মাসে।