কলকাতার অন্যতম পুরনো ঝিল হল বিক্রমগড় ঝিল। যাদবপুর, গল্ফগ্রিন এবং বিক্রমগড়ের ফুসফুস হিসেবে পরিচিত এই ঝিল।ℱ আড়াই বছর থমকে থাকার পর সম্প্রতি এই ঝিল সংস্কারের কাজ শুরু হতে চলেছে। আর🐻 এবার এই ঝিলের একটি অংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠল। তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা।
কলকাতা পুরসভা ২০০৩ সালে প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের প্রায় ৩০ কাঠা জলাভূমি ✨দখলের ঘোষণা করেছিল। পুরসভা আনুষ্ঠানিকভাবে ২০১০ সালে ঝিলের দায়িত্ব নেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে কিছু লোক জমি পরিমাপ করতে এসেছিল🍃। জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, ৮৭ নম্বর প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের প্লটটির উন্নয়নের জন্য তাঁরা ম♐াপ করছিলেন। স্থানীয়রা তাতে আপত্তি জানান। এরপর তারা স্থানীয় কাউন্সিলর এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু, তারপরেও কেউ সেখানে যাননি। অভিযোগ, এক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে।
স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস বলেন, ঝিলের কিছু অংশ দখলের চেষ্টার বিষয়ে তিনি জানতেন। তবে কেউ বেআইনিভাবে এটি দখল করতে পারবে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরিবেশের দায়িত্বে থাকা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমা💖দ্দার জানান, ওই ঝিলটি সংস্কার করার জন্য ৯ ﷺকোটি টাকার প্রয়োজন ছিল। কিন্তু পুরসভার কাছে তহবিল নেই। তাই রাজ্য সরকারের কাছে এ বিষয়ে আবেদন জানানো হয়েছে।