গরু পাচারকাণ্ডে হাজিরা এড়িয়ে এসএসকেএমে ভর্তি হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার তাঁর এই হাজিরা এড়িয়ে হাসপাতালে ভর্তি নিয়ে গান ধরলেন বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একেবারে প্রতীকী ঢাক নিয়ে হাজির হন। অনুব্রত মণ্ডল বিগত দিনে কার্যত বিরোধীদের শায়েস্তা করতে চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলতেন। এবার অনুব্রত এসএসকেএমে ভর্তি হতেই সেই চড়াম চড়াম ঢাক বাজানোর কথাই তুলে আনলেন সুরে সুরে।গান বেঁধেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। হাততালি বাজিয়ে সেই গানে সঙ্গ দিলেন বিজেপি বিধায়ক ও নেতৃত্বের একাংশ। গানের কথা অনেকটা এরকম…দাদা ভর্তি হয়েছে, সিবিআইএর কথা শুনে শ্বাসকষ্ট বেড়েছে।দিদি আর দাদা মিলে আগেই করল গেম। ভয় নাই রে কেষ্ট, ওই দেখ আছে এসএসকেএম। দাদা, ভাইপো দুজনে সেম…। দাদা ভর্তি হয়েছে… দাদা ভর্তি হয়েছে। একেবারে সুরে সুরে হাততালি বাজিয়ে বিজেপি নেতৃত্ব এদিন গানে গলা মেলান। এদিকে বিজেপির এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনুব্রতকে কটাক্ষ করে বিজেপির এই গান নিয়ে ক্রমেই অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরে। তবে আইনজীবীরা অনুব্রতর হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে জানিয়েছেন, তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ। তাঁকে হেনস্থা করা হচ্ছে। তিনি নির্দোষ। এদিন রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।