বিষ্ণুপুরের সাংসদ হিসাবে দিল্লিযাত্রার ২ দিনের মধ্যে সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা𓄧 জারি করল আদালত। একটি মা💮মলায় বারবার হাজিরা এড়ানোয় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগরের এমপি - এমএলএ আদালত। তবে আদালতের নির্দেশের ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে দিল্লি থেকে জানিয়েছেন সৌমিত্র।
আরও পড়ুন - দিঘা উন্নয়ন পর্ষদে কারও গা টিপছে, 🍎কারꦑও পা!… অফিসারদের জন্য CID ভিজিল্যান্স, কড়া মমতা
পড়তে থাকুন - ধমক খেলেন মন্ত্রী 𓆏আর সরানো হল রাজ্য়ের দুই সচিবকে, যাদবপুরের জমি দখলের খবরও দিদির কাছে
আদালত সূত্রে জানা গিয়েছে, সোনামুখিতে একটি সংঘর্ষের মামলায় বার বার হাজিরা এড়িয়েছেন সৌমিত্র। যার ফলে আইনি প্রক্রিয়া মেনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। ৯ জুলাই তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। নইলে নির্দেশ কার্যকর করতে পারবে পওুলিশ।
তবে এব্যাপꦫারে কিছুই জানা নেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, আমি সংসদের অধিবেশনে যোগদান করতে দিল্লিতে রয়েছি। বিজেপি করায় তৃণমূল যে আমার বিরুদ্ধে কোথায় কত ভুয়ো মামলা করে রেখেছে তার হিসাব রাখা সম্ভব নয়। তেমনই কোনও মাম𓄧লায় হয়তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমি আইনজীবীদের পরামর্শ নিয়ে আদালতকে আমার বক্তব্য জানাব।
আরও পড়ুন - মুখ্যমন্ত্রী এটা অন্তত ভাল🌺ো কাজ করেছেন, 'নবান্ন- ধমকে' খুশি বিজেপি নেতাও!
বলে রাখি, লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী সুজা𒅌তা মণ্ডলকে ৫ হাজারের কিছু বেশি ভোটে পরাজিত করেছেন সৌমিত্র খাঁ। এই নিয়ে তৃতীয়বা൲র সাংসদ নির্বাচিত হলেন তিনি।