আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বালিগঞ্জ এবং আসানসোল দুই কেন্দ্রের উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। আজ ভোট শুরু হতেই তা দেখার জন্য বালিগঞ্জ কেন্দ্র ঘুরে বেড়ালেন বাবুল সুপ্রিয়। জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তাঁর কথায়, ‘আগে ৭০ শতাংশ মানুষের সঙ্গে ছিলাম, এখন ১০০ শতাংশ মানুষের সঙ্গে আছি।'এদিন বাবুলের পরনে ছিল সাদা ফুল হাতা জামা এবং কালো প্যান্ট। ভোটের দিন কেন তিনি এই রং বেছে নিয়েছেন তার ব্যাখ্যাও তিনি নিজেই দিয়েছেন। তাঁর কথায়, আসানসোল থেকে যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তিনি বেরিয়ে ছিলেন। তা বোঝানোর জন্যই এই পোশাক পরেছেন তিনি। এই পোশাক নিয়ে নিজের বাবার কাছে কমপ্লিমেন্ট পেয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বাবা আমার পোশাক দেখে বললেন মনে হচ্ছে তুই মুম্বইতে আবার রেকর্ডিংয়ে যাচ্ছিস।’ অন্যদিকে, আসানসোলে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি জিতবেন বলেই তিনি আত্মবিশ্বাসী বাবুল। তিনি বলেন, ‘কাল অনেকক্ষণ শত্রুঘ্ন সিনহার সঙ্গে কথা হয়েছে। উনি মজার মানুষ। উনি জিতবেন।’ আবার বালিগঞ্জে নিজের বিষয়ে আত্মবিশ্বাসী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি করা হয়েছিল। এখানে আমি আমার মতো করে চেষ্টা করেছি। দলের সবাই আমার জন্য লড়েছে। আজ সারাদিন আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়াব। মানুষকে ভোট দিতে বলব।’উল্লেখ্য, এবার বালিগঞ্জে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন কেয়া ঘোষ, সিপিএমের প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন কামরুজ্জামান চৌধুরী। এখন চতুর্মুখী লড়াইয়ে মানুষ কাকে বেছে নেয় সেটাই দেখার।