বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতার করা হল। আজ, শুক্রবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। হাওড়া থেকে ট্রেন ধরে পাল🎃ানোর ছক কষেছিল সে। কিন্তু সেটা সম্ভব হল না। খুনের ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ফেরার হয়ে গিয়েছিল। নাগাল পাননি তদন্তকারীরা। এই ঘটনায় বাগুইআটি থানার আইসি পরিবর্তন করা হয়। তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি–কে। কিন্তু তারপরও মূল অভিযুক্তকে ধরা যাচ্ছিল না। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার অবশেষে ধরা পড়ল সত্যেন্দ্র।
কেমন করে ধরা পড়ল সত্যেন্দ্র? পুলিশ সূত্রে খবর, হাওড়া ট্রেন ধরে মুম্বইয়ে পালানোর ছক কষেছিল সত্যেন্দ্র চৌধুরী। সেটা গোপন সূত্রে খবর পেয়ে যায় পুলিশ। তারপর বিশেষ একটি দলকে হাওড়া স্টেশনে মোতায়েন করা হয়। যাঁদের দেখে চেনার উপায় ছিল না। তাঁদেল দেখে যাত্রী বলেই মনে হচ্ছিল। সেখানেই ভুল করে ফেলে সত্যেন্দ্র। হাওড়া স্টেশনে সত্যেন্দ্র পৌঁছতেই তাকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। আর পালাবার রাস্তা পায়নি সে। তখন তাকে গ্রেফতার করে পুলিশ। ﷺতাঁকে বিধাননগর কমিশনারেটে নিয়ে আসা হচ্ছে।
ঠিক কী অভিযোগ সত্যেন্দ্রর বিরুদ্ধে? বাগুইআটির দুই ছাত্র অতনু দে–অভিষেক নস্করকে খুন করেছিল এই সত্যেন্দ্র। তার জন্য পরিকল্পনা করে সুপারি কিলার দিয়ে খুন করা ♋হয়েছিল। এই হত্যার ঘটনায় সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। তদন্তে নেমেছিল সিআইডি। চলছিল লোকেশন ট্র্যাক। যদিও বারবার সিম বদল করে গা–ঢাকা দিচ্ছꦰিল সত্যেন্দ্র। কিন্তু অবশেষে আজ, শুক্রবার হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।