বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। মাটির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যু। শনিবার সকালের ঘটনা। বাড়ির বাইরে খেলছিল তারা। এমন সময় মাটির দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর গ্রামে ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স তিন থেকে সাত বছরের মধ্য়ে। বিষ্ণপুর থানার এক আধিকারিক একথা জানিয়েছেন। বাঁকুড়ার বিষ্ণপুরের বাকাদহের বোড়ামারা গ্রামের ঘটনা। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। সেই মতো বাঁকুড়াতেও অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। সম্ভবত মাটির বাড়ির দেওয়াল বৃষ্টির জেরে আলগা হয়ে গিয়েছিল। সেই মাটির দেওয়াল ভেঙে পড়ে যায়। আর সেই সময় দেওয়ালের কাছেই তিনজন শিশু খেলছিল। তারা ওই দেওয়ালের নীচে চাপা পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেছে। এক মৃত শিশুর কাকা সংবাদমাধ্য়মে জানিয়েছেন, আচমকাই প্রচন্ড একটা শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি মাটির দেওয়াল ভেঙে পড়ে গিয়েছে। কিন্তু সেখানে তো তিনজন খেলছিল। এরপর বুঝতে পারি তিনজনই মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মাটির দেওয়ালটি পাঁচ ফুট মতো চওড়া ছিল। প্রচন্ড বৃষ্টির জেরে সেই দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল আগে থেকেই। এরপর আচমকাই সেটা ভেঙে পড়ে যায়। শিশুরা সেই মাটির দেওয়ালের নীচে চাপা পড়ে যায়। পরে আত্মীয় স্বজন প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বাড়ি ভেঙে তিনজন মারা গিয়েছেন। রাজ্য সরকারের কাছে অনুরোধ আপনারা চুরি করবেন না। গরিব মানুষের বাড়ি তৈরির টাকা চুরি করেছেন। অত্যন্ত কষ্টকর ব্যাপার। গোটা ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। প্রতিবেশীদের দাবি ওই এলাকাতেই খেলা করে শিশুরা। কিন্তু মাটির দেওয়াল ভেঙে পড়ল ওদের উপর। শোকে পাথর হয়ে গিয়েছেন তাদের অভিভাবকরা।