গার্⛦ডেনরিচে নির্মিয়মান বেআইনি বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েচে ৮ জনের। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন আরও ৪ জন। এই ঘটনায় যখন কলকাতা ও লাগোয়া এলাকায় শাসকদলের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিয▨োগে সরব বিরোধীরা তখন আদালতের নির্দেশ থাকা সত্বেও বেআইনি ক্লাব ভবন ভাঙতে কাল ঘাম ছুটল পুরসভা ও পুলিশের। তিন বারের চেষ্টায় সোমবার থেকে ক্লাবটি ভাঙার কাজ শুরু হয়েছে। যাতে প্রশ্ন উঠছে, বেআইনি ক্লাব ভাঙতে যাদের ২ বার ফিরে আসতে হয়, সেখানে বহুতল বসত বাড়ি ভাঙতে তাদের কতবার চেষ্টা করতে হবে?
আরও পড়ুন : সিএএ-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান তথাগতর, 'নগ্ন প্রতিহিংসা…', সরব ꦓতৃণমূল
বিধাননগরের নয়াপট্টি এলাকায় বেআইনিভাবে নির্মাণ হওয়া একটি ক্লাব ভবন নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল আদালতে। মামলার নিষ্পত্তি করে বেআইনি ওই ক্লাব পুরসভাকে ভাঙার নির্দেশ দেয় আদালত। এর আগে ২ বার পুলিশ ও বিল্ডিং বিভাগের কর্মীদের নিয়ে ভবনটি ভাঙতে গিয়েছিলেন বিধাননগর পুরসভার আধিকারিকরা। তাদের দাবি, স্থানীয়দের বাধার মুখে ফিরে আসতে হয় তাদের। সোমবার বিশাল পুলিশ বাহিনী, জল কামান ও বুলডোজার নিয়ে ফের বাড়িটি ভাঙতে যান। তৃতীয় বারের চেষ্টায় ক্লাবঘর ভাঙার কাজ শু𝓰রু করতে পেরেছেন তাঁরা। সূত্রের খবর, ওই ক্লাবের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে স্থানীয় এক কাউন্সিলরের। তার মদতেই গড়ে উঠেছে ওই বেআইনি ক্লাব।
আরও পড়ুন: ‘স্কোয়ার ফিট কাউন♋্সিলর’দের জন্য ভেঙেছে বহুতল, গার্ডেনরিচ নিয়ে দাবি সুকান্তর
প্রশ্ন উঠছে, আদালতের নির্দেশ কার্যকর করতে কেন এত সময় লাগল ﷽পুরসভা ও পুলিশের। আর আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ক♋ী করে অসাধ্য সাধন করে ফেলল তারা? তবে অভাব শুধু সদিচ্ছার?