বিধানগর পুরনিগমের বহু এলাকা রয়েছে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাত হলেই নেমে আসে অন্ধকার। ফলে দুষ্কৃতীমূলক কাজকর্মের আশঙ্কা করে থাকেন বাসিন্দারা। এনিয়ে তাঁরা কর্তৃপকꦍ্ষের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন। অবশেষে রাতের শহরকে আলোকিত করতে ৪ হাজারেরও বেশি এলইডি স্ট্রিটলাইট বসাতে চলেছে বিধাননগর পুরসভা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সল্টলেক এবং রাজারহাট-গোপালপুর এলাকায় বিধানগর পুরসভার ৪১টি ওয়ার্ডে এই স্ট্রিটলাইট বসানো হবে।
আরও পড়ুন: সল্টলেকের জন্য পৃথক পুরসভা হোক, BMC-কে ভাগ করার আর্জি, জ𒆙নস্বার্থ মামলা হাইকোཧর্টে
পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যের গ্রিন সিটি মিশন প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। এর জন্য ৪ কোটি টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১.৬ কোটি টাকায় ৯০ ওয়াটের ৪০৫টি এলইডি লাইট এবং ২ কোটি টাকা খরচ করে ৪৫ ও ৬০ ওয়াট ক্ষমতা সম্পন্ন ৪০৬০টি এলইডি লাইট লাগানো হবে। এরজন্য নতুন স্টিলের খুঁটি বসানো হবে। এছাড়াও, দমদম পার্ক থেকে নারায়ণতলা পর্যন্ত ভিআইপি রোডে ১২০ ওয়াটের আরও ৫০টি এলইডি লাইট লাগানো করা হবে। এর জন্য ১৮.১ লক্ষ টাকা ব্যয় ধা🅰র্য🌟 করা হয়েছে।
অভিযোগ, সল্টলেক এবং রাজারহাট-গোপালপুরের 🧸বেশ কয়েকটি অংশে রাতের বেলায় পর্যাপ্ত আলো থাকে না। স্থা⭕নীয় বাসিন্দারা বেশ কয়েকবার আলোর ব্যবস্থা করা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। বিশেষ করে, সল্টলেকের কিছু অংশ রাত হলেই অন্ধকারে ডুবে যায়। অভিযোগ, এইসব এলাকায় স্ট্রিট লাইট হয় অকেজো হয়ে পড়েছে, অথবা সঠিকভাবে কাজ করছে না। শুধু তাই নয়, কিছু জায়গায় আলো এতটাই অল্প যে কিছুই দেখা যায় না। ফলে রাস্তাগুলি রাতের বেলায় অন্ধকারে ডুবে থাকে বলে অভিযোগ বাসিন্দাদের।
এই অভিযোগ ওঠার পর এবছর পুরসভা বাজেটে রাস্তায় আলোর ব্যবস্থা, মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বাজেট বরাদ্দ বাড়িয়েছে। উল্লেখ্য, বিধাননগরে রাস্তার আলোর জন্য বিদ্যুৎ সরবরাহ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। তবে🦹 খুঁটি সহ আলো ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পুরসভার কাঁধে। আধিকারিকরা জানাচ্ছেন, রাস্তার আলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে নিয়মিতভাবে রাস্তার আলো ব্যবস্থা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার জ🅺ন্য নির্দেশ দেওয়া হয়েছে।