হাতে তথ্য থাকলে আদালতে মামলা করুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধে অযোগ্যদের ডাক্তারিতে ভর্তির অভিযোগের জবাবে একথা বললেন বাম সাংসদ বিকাশরঞ্জন চৌধুরী। রবিবার ✤সংবাদমাধ্যমকে তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূলের মতো মুর্খ নয়।
রবিবার তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন ডাক্তারিতে ভর্তিতে মুখ্যমন্ত্রীর কোটা ছিল। সেই কোটায় বহু অযোগ্য প্রার্থীকে𝓡 ডাক্তারিতে ভর্তি করেছেন জ্যোতি বসু। এমনকী তাঁদের অনেকে জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ণ নন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তৃণমূলের অভিযোগের জবাবে বিকাশরঞ্জন বাবু বলেন,ꦕ ‘সিপিএম কেন তালিকা প্রকাশ করবে? ওর কাছে তালিকা থাকলে প্রকাশ করে দিক। মেডিক্যালে ভর্তি হওয়ার জন্য মেডিক্যাল কাউন্সিল ইন্ডিয়া অ্যাক্ট আছে। নির্দিষ্ট যোগ্যতামানে উত্তীর্ণ হলেই মেডিক্যালে ভর্তি হওয়া যায়। এসব না জেনেই পাগোলের মতো বলে দিচ্ছেন। ওরা মুর্খ হতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষ এত মুর্খ নয়। চিকিৎসকরাও এত মুর্খ নয়। সমস্ত তথ্য ন♏িয়ে ওরা আদালতে চলে যান। ওদের তো প্রমাণের দায়িত্ব নিতে হবে। প্রাথমিক প্রমাণটুকু দিন। প্রাথমিক প্রমাণ না দিয়ে পাগলের প্রলাপ বকে মানুষকে বিভ্রান্ত করছেন কেন’?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, উদয়নবাবুর আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি একের পর 🤡এক প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে তিনি গুরুতর সব অভিযোগ আনছেন। যে অভিযোগের জবাব তাঁরা কোনও অবস্থাতেই দিতে পারবেন না। এর আগে নিজের প্রয়াত বাবাকে দুর্নীতিতে অভিযুক্ত করেছেন তিনি। প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা একটি চরম অনৈতিক কাজ বলে মত তাঁদের।