তৃণমূল নেতাদের সম্পত্তিবৃদ্ধির মামলায় সুপ্রিম কোꦺর্টের নির্দেশ নিয়ে সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবর বিভ্রান্তিমূলক। নির্দেশে ক🤪োথাও তদন্ত বা শুনানি বন্ধের নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। শুক্রবার হিন্দুস্তান টাইমস বাংলাকে এমনই জানালেন এই মামলায় আবেদনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এদিন বিকাশবাবু বলেন, এই মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট হাইকোর্টকে কোনও প্রভাবমুক্ত করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, এই মামলায় এখনই ইডিকে যুক্ত করার প্রয়োজন নেই। এই মামলায় ইডিকে যুক্ত করা🌠র আবেদন মামলাকারীরা করেনি। হাইকোর্টই স্বতঃপ্রণোদিতভাবে ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল। সর্বোচ্চ আদালত বলে, এই মামলায় পরে প্রয়োজনে ইডিকে যুক্ত করা যাবে। এই মামলার হাইকোর্টে যেমন শুনানি চলছিল তেমনই চলবে।
বিধানসভা ভোটে তৃৃণমূলকে সুবিধা করে দেওয়া ভুল হয়েছিল, মেনে নিন CPIML লিবারেশন
ব꧒লে রাখি, ২০১৭ সালে দায়ের এক জনস্বার্থ মামলায় দা🐽বি করা হয়, নির্বাচনী হলফনামা অনুসারে ১৯ জন তৃণমূল নেতার সম্পত্তি ব্যাপক হারে বেড়েছে। এই মামলার শুনানিতে গত ৮ অগাস্ট মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। সেই মামলাতেই আপাতত ইডিকে যুক্ত না করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।