একুশের নির্বাচনের আগে বেশ কয়েকজন বিজেপি নেতা তথা প্রার্থীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছিল। নির্বাচনের ফলাফলের পর মোহভঙ্গ হতেই তা পত্রপাঠ ফেরত নিয়ে নেওয়া হয়। অনেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসার জন্য ওই নিরাপত্তা ছেড়ে দেন। কিন্তু পুরসভা নির্বাচনের প্রার্থীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সম্ভবত এই প্রথম। হ্যাঁ, এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হল পুরসভা নির্বাচনের বিজেপি প্রার্থীকে। সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী সজল ঘোষকে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।কিন্তু কেন এই নিরাপত্তা দেওয়া হল? কেন্দ্রীয় সরকারকে সজল ঘোষ জানিয়েছেন, তাঁর উপর যে কোনও মুহূর্তে হামলা হতে পারে। সেই আশঙ্কা রয়েছে। এই আবেদন পেয়েই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে বাড়ির সামনে বসে যায় জওয়ানরা। কলকাতা পুর–এলাকার ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সজল ঘোষ। পাঁচ সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে সজল ঘোষের নিরাপত্তায়। ঠিক কী বলেছেন সজল ঘোষ? এই নিরাপত্তা পাওয়া পর তাঁর প্রতিক্রিয়া, ‘কেন্দ্রীয় সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা এসে আমার সঙ্গে কথা বলেছেন। নানা বিষয়ে সাবধান করা হয়েছে আমাকে। হামলা হতে পারে বলে তাঁরাই আমাকে জানিয়েছেন।’ আর তার পরই তাঁর বাড়িতে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়।উল্লেখ্য, সম্প্রতি এই বিজেপি নেতা সজল ঘোষকে তাঁর বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল কংগ্রেসের যুবনেতার স্ত্রীর শ্লীলতাহানি করেছিলেন সজল এবং তাঁর সঙ্গীরা। যদিও সে অভিযোগ খারিজ করেন ওই বিজেপি নেতা। তবে তিনি বিষয়টি নিয়ে ভীত হয়েই এই নিরাপত্তা চেয়েছিলেন। সেটা একমাত্র তিনি পেলেন। পুরসভা নির্বাচনের প্রার্থী হিসাবে।