কলকাতার কসবায় ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনে তৃণমূলকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শুক্রবার সাংবাদিকদের তিনি 🤪বলেন, ‘যাদের বিরুদ্ধে🌼 অভিযোগ, তারাই তদন্ত করবে এটা হতে পারে না।’
এদিন জয়প্রকাশবাবু বলেন, ‘এখানকার প্রশাসন, স্বাস্থ্য꧙ দফতর আর পুলিশ কী করছিল? এদের সবার সাহায্য ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আমরা মনে করি এটা হিমশৈলের চূড়া। এটাকে তদন্ত করলে অনেক কিছু বেরোবে। কিন্তু তদন্ত কে করবে? যারা এর📖 সঙ্গে জড়িত তারাই তদন্ত করবে? নিজেরাই ফাউল করবে নিজেরাই রেফরি হবে? এই প্রশ্ন আজ বাংলার মানুষ করছে। সিবিআইকে দিয়ে এর তদন্ত না হলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে না।’
গত মঙ্গলবার ভুয়ো টিকাকরণ শিবির ধরা পড়ার পর থেকে এর সঙ্গে তৃণমূল জড়িত বলে অভিযোগ করে আসছে বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলে🅷র তাবড় নেতাদের ছবি দেখান বিজেপির সাংসদ চিকিৎসক সুভাষ সরকার। একই সঙ্গে তিনি জানান, রাজ্যে টিকাকরণের সম্পূর্ণ অডিট দাবি করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দেবে রাজ্য বিজেপি। এব♑ার একেবারে সিবিআই তদন্তের দাবি তুলল তারা।